নিজস্ব প্রতিনিধি : গাজীপুরের কালিয়াকৈরে একটি পোশাক কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে।
শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে কালিয়াকৈরের পূর্ব চন্দ্রা পল্লি বিদ্যুৎ এলাকায় ফারইস্ট নামে একটি পোশাক কারখানায় এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় সাড়ে তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
কালিয়াকৈর থানা পুলিশ সূত্রে জানা যায়, আটতলা ওই পোশাক কারখানার তৃতীয় তলা থেকে আগুনের সূত্রপাত হয়। তবে আগুন লাগার কারণ জানা যায়নি। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানা গেছে।
ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার আতাউর রহমান বলেন, প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
মতামত লিখুন :