ডেস্ক রিপোর্ট : গাজীপুরের জয়দেবপুরে রবিউল ইসলাম (৪৬) নামে এক গার্মেন্টস মালিককে গুলি করে তার কাছে থাকা ৬৬ লাখ ৫০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। রবিবার (৭ মে) দুপুর পৌনে ১২টার দিকে জয়দেবপুরের বোর্ড বাজারের মালেকের বাড়ি মোড় এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ ওই ব্যবসায়ী বর্তমানে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঢামেক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বাংলা ট্রিবিউনকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
ভিকটিমের বরাত দিয়ে পুলিশ জানায়, ইসলামী ব্যাংক গাজীপুর চৌরাস্তা শাখা থেকে শ্রমিকদের বেতনের ৬৬ লাখ ৫০ হাজার টাকা তুলে প্রাইভেট কারে করে নিজের টঙ্গী টিএনটি বাজারের গার্মেন্ট কারখানা আরএন করপোরেশনের দিকে যাচ্ছিলেন রবিউল ইসলাম। জয়দেবপুরের মালেকের বাড়ি এলাকায় পৌঁছালে একটি মোটরসাইকেল ও একটি পিকআপ ভ্যান তার প্রাইভেটকারের গতিরোধ করে। এরপর দুর্বৃত্তরা প্রাইভেটকারটির গ্লাস ভেঙ্গে তাকে ৩/৪ রাউন্ড গুলি করে সঙ্গে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এসময় তার গাড়ির চালক ও সঙ্গে থাকা হিসাবরক্ষণ কর্মকর্তাকেও মারধর করে দুর্বৃত্তরা।
এসআই বাচ্চু মিয়া জানান, ছিনতাইকারীদের গুলি রবিউলের দুই হাত ও বাম উরুতে লেগেছে। প্রথমে তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়।
জানা যায়, গার্মেন্ট ব্যবসায়ীকে গুলি করে ছিনতাইয়ের ঘটনার খবর পেয়ে গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার রাসেল শেখ ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাখাওয়াৎ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ছিনতাইকারীদের শনাক্ত করতে তারা আশপাশের বিভিন্ন ভবনের সিসি ক্যামেরাগুলোর ফুটেজ পর্যবেক্ষণ করছেন।
ঘটনাস্থল পরিদর্শন করছেন গাজীপুরের পুলিশ কর্মকর্তারাছিনতাইকারীদের হামলায় আহত প্রাইভেট কারের চালক মোজাম্মেল হক বলেন, ‘এমডি স্যার (রবিউল ইসলাম) ও কারখানার হিসাবরক্ষণ কর্মকর্তাকে নিয়ে ঢাকার উত্তরার অফিস থেকে ইসলামী ব্যাংক গাজীপুর চান্দনা চৌরাস্তায় আসি। সেখান থেকে শ্রমিকদের বেতনের টাকা তুলে কারখানায় ফেরার পথে মালেকের বাড়ি এলাকায় একটি হলুদ রঙের গাড়ির সামনে এসে দাঁড়ায়। পরে পেছন থেকে দুটি মোটরসাইকেলে করে ৪-৫ জন ছিনতাইকারী প্রাইভেট কারের দুই পাশে এসে দাঁড়ায়। এক পর্যায়ে ছিনতাইকারীরা গুলি করে এবং লোহার রড দিয়ে প্রাইভেটকারের সামনের ও পাশের দুটি কাঁচ ভেঙে ফেলে। আমাকে ও হিসাবরক্ষণ কর্মকর্তাকে মারধর করতে থাকে এবং পেছনের সিটে বসা এমডি স্যারকে গুলি করে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে ঢাকার দিকে দ্রুত পালিয়ে যায়।’
জয়দেবপুর থানার ভোগড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) জাকির হোসেন বলেন, ‘প্রাথমিকভাবে জানা গেছে, ৬৬ লাখ ৫০ হাজার টাকা ছিনতাই হয়েছে। ছিনতাইকারীদের ধরতে অভিযান শুরু হয়েছে। তবে ৫ লাখ টাকার বেশি বহন করলে পুলিশকে জানানোর কথা। তারা পুলিশকে এটা অবহিত করেননি।’
মতামত লিখুন :