Logo

গাজীপুরে ট্রাকচাপায় পোশাক কারখানার কর্মকর্তা নিহত

RMG Times
শনিবার, এপ্রিল ৮, ২০১৭
  • শেয়ার করুন

নিজস্ব প্রতিনিধি, গাজীপুর : গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক শিল্পাঞ্চলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাকচাপায় আলফাজ উদ্দিন (৩০) নামে পোশাক কর্মকর্তার মৃত্যু হয়েছে। নিহত আলফাজ এসপোরো ওয়াশিং (Sparrow washing) লিমিটেড নামের একটি পোশাক কারখানায় সিনিয়র ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। 

নিহত আলফাজ উদ্দিন

শনিবার সকাল ১০টায় মৌচাক এলাকার হাইড্রোক্স লিমিটিড নামে পোশাক কারখানার সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উভয় দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

নিহত আলফাজ উদ্দিন কুষ্টিয়া জেলার খোকশা উপজেলা সদরের হাছেন আলীর ছেলে। তিনি পল্লীবিদ্যুৎ এলাকায় ভাড়া থেকে গাজীপুরের চান্দনা স্পারো অ্যাপারেলস লিমিটেড নামে একটি তৈরি পোশাক কারখানায় কাজ করতেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মো. হোসেন সরকার জানান, নিহত আলফাজ উদ্দিন সকালে চন্দ্রা পল্লী বিদ্যুৎ থেকে মোটরসাইকেল নিয়ে গাজীপুর যাচ্ছিলেন। এ সময় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাক এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি দ্রুত গতির ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দিয়ে পলিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়।

নিহতের লাশ উদ্ধার করে কোনাবাড়ী হাইওয়ে থানা পুলিশ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে বলে জানান ওসি।

তবে ট্রাকটি জব্দ বা চালককে আটক করা যায়নি।