নিজস্ব প্রতিনিধি : রাজধানীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেছে একটি পোশাক কারখানার শ্রমিকরা। মঙ্গলবার সন্ধ্যায় নাসা গ্রুপের নাসা গ্রুপের প্রতিষ্ঠান ‘কিমিয়া গার্মেন্টস’ এর শ্রমিকরা ভাটারা থানার জোয়ার সাহারা বাসস্ট্যান্ডে সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে।
জানা যায়, নাসা গ্রুপের প্রতিষ্ঠান কিমিয়া গামেন্টসটি সোমবার মালিকপক্ষ বন্ধ ঘোষণা করলে শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে উঠে।বকেয়া পাওনা পরিশোধসহ বেশ কয়েকটি দাবিতে শ্রমিকরা মঙ্গলবার সন্ধ্যার আগে হঠাৎ রাস্তায় অবস্থান নেয়।
ভাটারা থানার ওসি নূরুল মোত্তাকিন গণমাধ্যমকে জানান “মালিকপক্ষ সব পাওনা পরিশোধের আশ্বাস দিলেও শ্রমিকরা তা দ্রুত এবং সর্বশেষ বিধি মোতাবেক পরিশোধের দাবি করছে।”
এদিকে অবরোধের কারণে রাস্তার দুপাশেই যান চলাচল বন্ধ থাকায় ওই এলাকায় তীব্র যানজট তৈরি হয়।
উল্লেখ্য যে, চলতি বছরের জানুয়ারীতে সংস্কার কাজ সম্পন্ন না করায় কিমিয়া গার্মেন্টস লিমিটেড নামের এই কারখানাটির সাথে ব্যবসায়িক সম্পর্ক বাতিল করেছে আমেরিকাভিত্তিক ক্রেতাদের কারখানা পরিদর্শন জোট অ্যালায়েন্স।
মতামত লিখুন :