Logo

কারখানা বন্ধের প্রতিবাদে রামপুরায় পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

RMG Times
বৃহস্পতিবার, মার্চ ২৩, ২০১৭
  • শেয়ার করুন

নিজস্ব প্রতিনিধি, ঢাকা : বেআইনীভাবে কারখানা বন্ধ করার প্রতিবাদে ও বকেয়া বেতনের দাবীতে সড়ক অবরোধ করেছে পোশাক শ্রমিকরা। রাজধানীর রামপুরা এলাকায় অবস্থিত লিরিক গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ নামের কারখানার শ্রমিকরা বৃহস্পতিবার সকাল থেকে সড়ক অবরোধ করেছে। ফলে রামপুরাসহ বিভিন্ন এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। 

ছবি : নাইম হোসাইন

জানা যায়, বুধবার সকালে কারখানায় কাজে যোগ দিতে এসে শ্রমিকরা কারখানা বন্ধ দেখে। বিনা নোটিশে কারখানা বন্ধ করা ও বকেয়া বেতন পরিশোধ না করায় প্রতিবাদে ঐদিনই রাস্তায় নামে শ্রমিকরা। কিন্তু বৃহস্পতিবার সকাল থেকে কারখানা খুলে দেয়া ও বকেয়া বেতনের দাবীতে শ্রমিকরা কঠোর অবস্থান কর্মসূচি পালন করছে।

এদিকে গার্মেন্টকর্মীদের সড়ক অবরোধের ফলে ওই এলাকায় ‍যান চলাচল বন্ধ হয়ে গেছে। ফলে রামপুরা-বাড্ডা সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে সকালেই ভোগন্তিতে পড়েছেন কর্মজীবীরা।

এ ব্যাপারে কারখানা কর্তৃপক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করেও সম্ভব হয়নি। 

উল্লেখ্য যে, ২০১৬ সালের এপ্রিল মাসে কারখানাটির সাথে ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করে আমেরিকান ক্রেতাজোট প্রতিষ্ঠান অ্যালায়েন্স ফর বাংলাদেশ ওয়ার্কার সেফটি।