ডেস্ক রিপোর্ট : রাজধানীর মিরপুর মডেল থানার পোশাক কারখানা বিজি অলটেক্স গার্মেন্টসের আগুন নিয়ন্ত্রণে এসেছে। মঙ্গলবার (২২ মার্চ) দিবাগত রাত ১২টা ৪২ মিনিটে আগুন লাগার এক ঘণ্টারও বেশি সময় পর রাত ১টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মাহমুদুর রহমান এ তথ্য জানিয়েছেন।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, মিরপুর ১-এর দারুস সালাম রোডে ১০ তলা একটি ভবনের ষষ্ঠ ও সপ্তম তলায় বিজি অলটেক্স গার্মেন্টসে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে রাত ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
মাহমুদুর রহমান বলেন, ‘আগুন লাগার পর আমাদের ১০টি ইউনিট সেখানে কাজ শুরু করে। রাত ১টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।’ আগুন লাগার কারণ প্রাথমিকভাবে জানা যায়নি বলে জানান তিনি। এখন পর্যন্ত হতাহতেরও কোনও খবর পাওয়া যায়নি।
মতামত লিখুন :