Logo

ইস্ট ওয়েস্ট গ্রুপের পোশাক কারখানায় তালা, বকেয়া বেতনের দাবীতে শ্রমিক বিক্ষোভ

RMG Times
বৃহস্পতিবার, মার্চ ৯, ২০১৭
  • শেয়ার করুন

নিজন্ব প্রতিনিধি : গাজীপুর মহানগরীর সাইনবোর্ড এলাকায় বৃহস্পতিবার সকালে একটি পোশাক কারখানায় বেতন ভাতা না দিয়ে কারখানা বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। এই ঘটনার প্রতিবাদে ও বেতনের দাবিতে ইস্ট ওয়েস্ট গ্রুপের রোমানা ফ্যাশনের প্রায় ৮০০০ শ্রমিক বিক্ষোভ করে।

বিক্ষোভের এক পর্যায়ে শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধও করে। এতে পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ ও টিয়ারসেল নিক্ষেপ করে।

এই ঘটনায় ৫ শ্রমিক আহত হয়েছেন।

এ বিষয়ে গাজীপুর জয়দবেপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, সাইনবোর্ড এলাকায় ওই তৈরি পোশাক কারখানাটি শ্রমিকদের পাওনা বেতন পরিশোধ না করে হঠাৎ করে গত রাতে বন্ধের নোটিশ দিয়ে গেটে তালা লাগিয়ে দেয়।

তিনি জানান, কারখানাটিতে প্রায় ৮০০০ শ্রমিক কাজ করে। তারা আজ সকাল আটটার দিকে কাজে যোগ দিতে এসে কারখানা বন্ধের নোটিশ দেখে উত্তেজিত হয়ে বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে শ্রমিকরা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে।

ওসি আমিনুল ইসলাম জানান, এ সময় পুলিশ ও শ্রমিকের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ ও লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে।

তিনি জানান, মালিক পক্ষের সঙ্গে কথা বলে সমস্যাটির দ্রুত সমাধান করা হবে এমন আশ্বাসে সকাল সাড়ে নয়টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়।