Logo

গ্রীণল্যান্ড গার্মেন্টসের ম্যানেজার রুহুল কুদ্দুসের ইন্তেকাল, শোকে মুহ্যমান পরিবার ও বন্ধু-সহকর্মীরা

RMG Times
সোমবার, মার্চ ৬, ২০১৭
  • শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : গ্রীণল্যান্ড গার্মেন্টস লিমিটেড এর ম্যানেজার (এডমিন) রুহুল কুদ্দুস ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি…রাজিউন)। তিনি গতকাল রবিবার সকালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ জনিত কারণে মৃত্যুবরণ করেন। মৃত্যুর সময় তিনি স্ত্রী ও একমাত্র পুত্র সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। 

পুত্রের সাথে বাবা রুহুল কুদ্দুস

তাঁর মৃত্যুতে শোকে মুহ্যমান হয়ে পড়েছে তার পরিবার আর বন্ধু-সহকর্মীরা। 

রুহুল কুদ্দুসের গ্রামের বাড়ী কিশোরগঞ্জ জেলার ভৈরব বাজারে। তিনি তার পেশাগত জীবনে বিভিন্ন পোশাক কারখানায় উর্ধ্বতন কর্মকর্তা হিসেবে কাজ করছেন। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত ছিলেন। রুহুল কুদ্দুস জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের ২৪ তম ব্যাচের ইতিহাস বিভাগের ছাত্র ছিলেন। 

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে কমপ্লায়েন্স এইচআর এন্ড এডমিন অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন (CHAOWA) পরিবার।