Logo

অাশুলিয়ায় ছাটাইকৃত শ্রমিকরা বকেয়া বেতন ও চাকরি ফিরে পাবেন

RMG Times
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৩, ২০১৭
  • শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : আশুলিয়ায় অসন্তোষে বরখাস্ত শ্রমিকরা বকেয়া ও চাকরি ফিরে পাবেন বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে মালিক-শ্রমিকদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন প্রতিমন্ত্রী।

তিনি বলেন, “শ্রম আইন অনুযায়ী শ্রমিকদের পাওনা পরিশোধ না করা হলে আমরা দায়িত্ব নিয়ে তাদের পাওনা পরিশোধের ব্যবস্থা করব।” সাময়িকভাবে বরখাস্ত কোনো শ্রমিক যদি চাকরি করতে চান শ্রম আইন অনুযায়ী তাদের চাকরিতে পুনর্বহালের সিদ্ধান্তও এই বৈঠকে হয়েছে বলে জানান তিনি।

আশুলিয়ায় শ্রমিক অসন্তোষের ঘটনায় দেড় হাজার শ্রমিককে সাময়িক বরখাস্ত করা হয়েছিল বলে জানান বিজিএমইএ সভাপতি সিদ্দিকুর।

তিনি বলেন, “কিছুদিন আগে আশুলিয়ার কিছু কারখানায় অবৈধভাবে কিছু শ্রমিক কাজ বন্ধ করেছিল। পরিস্থিতি অবনতির দিকে গেলে ফ্যাক্টরি বন্ধ করি। ফ্যাক্টরি খোলার দিন ৯৫ শতাংশ শ্রমিক উপস্থিত ছিল।”

শ্রমিকদের পক্ষে বৈঠকে অংশ নেওয়া ইন্ডাস্ট্রিঅল বাংলাদেশ কাউন্সিলের চেয়ারম্যান আমিন বলেন, “২০২১ সালে পোশাক খাতের রপ্তানি ৫০ বিলিয়ন করার টার্গেট আছে, এর সঙ্গে আমরা শ্রমিক সংগঠনগুলো একমত, আমরা সেখানে সহযোগিতা করতে চাই। সঙ্গে শ্রমিকদের জীবনমানেরও উন্নয়ন চাই।