নিজস্ব প্রতিবেদক : আশুলিয়াসহ দেশের সকল পোশাক শিল্পাঞ্চলে এনজিও ও অনিবন্ধিত ট্রেড ইউনিয়ন কিংবা শ্রমিক ফেডারেশনের কার্যালয় রাখা যাবে না বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু।
বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে পোশাক কারখানার মালিক ও শ্রমিক সংগঠনের শীর্ষ নেতাদের সঙ্গে সরকারের বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে।
শ্রম প্রতিমন্ত্রী বলেন, আশুলিয়া ও গাজীপুর এলাকায় পোশাক কারখানাকে কেন্দ্র করে অনেক অনিবন্ধিত ট্রেড ফেডারেশন, বিভিন্ন এনজিও, যাদের এখানে কোনো কাজ নেই তারাও সেখানে অফিস করে বিভিন্ন সময় বিভিন্নভাবে শ্রমিকদেরকে বিভ্রান্ত করেন।
‘আমরা ঐকমত্যে এসেছি আশুলিয়াসহ বিভিন্ন গার্মেন্টস এলাকায় কোনোরকম আনরেজিস্ট্রার্ড ট্রেড ইউনিয়ন ও ফেডারেশন এবং কোনো এনজিও অফিস থাকবে না’। তবে রেজিস্ট্রার্ড ইউনিয়নের পাশাপাশি যারা গুড লেবার প্র্যাকটিস করছেন তাদের অফিস রাখতে কোনো আপত্তি নেই বলে জানান চুন্নু।
গ্রেফতার ও মামলায় থাকা শ্রমিকরা অাইনি সহায়তা পাবেন বলে জানান তিনি।
মতামত লিখুন :