Logo

তৈরি পোশাক শিল্পের কর্মপরিবেশ উন্নয়নে সহযোগিতা দিবে জাইকা

RMG Times
মঙ্গলবার, ফেব্রুয়ারি ১৪, ২০১৭
  • শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : তৈরি পোশাক শিল্পের কর্মপরিবেশ উন্নয়নে প্রায় ৩০০ কোটি টাকা দিচ্ছে জাপানের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা-জাইকা। ৬ শতাংশে সুদে নির্ধারিত বাণিজ্যিক ব্যাংক থেকে পোশাক শিল্প মালিকরা এ অর্থ নিতে পারবেন।

সোমবার বিকেলে রাজধানীতে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে ২৫টি বাণিজ্যিক ব্যাংক ও ১০টি অ-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান এ সংক্রান্ত চুক্তি সই করেছে।

প্রয়োজনের তুলনায়, এ অর্থ খুবই অপ্রতুল বলে মনে করছে বাণিজ্যিক ব্যাংকগুলো। প্রথম পর্বের বাস্তবায়ন সফল হলে এ তহবিলের পরিমাণ আরো বাড়বে বলে আশ্বাস দিয়েছে জাইকা।

তাজরীন ফ্যাশনসে আগুন এবং রানা প্লাজা ধসে হাজারো পোশাক শ্রমিকের প্রাণহানীর পরিপ্রেক্ষিতে কারখানার কর্মপরিবেশ উন্নয়ন ও শ্রমিক নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক চাপ আসে দেশে-বিদেশ থেকে। এ কাজে শিল্প মালিকরা সরকার, আর্থিক প্রতিষ্ঠান এমনকি ক্রেতাদের কাছ থেকেও সহায়তা পাচ্ছেন। সবশেষ কর্মপরিবেশ উন্নয়নে অর্থ নিয়ে এগিয়ে এসেছে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা- জাইকা।

এ নিয়ে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে ২০১৫ সালের ডিসেম্বরে একটি প্রাথমিক চুক্তি করে জাইকা। চুক্তি অনুযায়ী জাইকা বাংলাদেশ ব্যাংকের কাছে ৪২৬ কোটি জাপানি ইয়েন দিবে। বাংলাদেশ ব্যাংক ২ শতাংশ সুদে এ অর্থ চুক্তিতে স্বাক্ষরকারী বাণিজ্যিক ব্যাংক ও অ-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানকে দিবে। আর পোশাক শিল্প মালিকরা এ অর্থ পাবেন ৬ শতাংশ সুদে।

তিন বছরের গ্রেস পিরিয়ডসহ, ১৫ বছরের জন্য সর্বোচ্চ ৩৫ কোটি টাকা পর্যন্ত নিতে পারবেন পোশাক মালিকরা। তবে ব্যাংকারা মনে করছেন এ অর্থ প্রয়োজনের তুলনায় খুবই সামান্য।

গভর্নর ফজলে কবির বলেন, এটা শুরু। বাস্তবায়ন সফল হলে অর্থের পরিমাণ আরো বাড়বে, অর্থায়নের জন্য প্রয়োজনে জাইকার পাশাপাশি বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক-এডিবির কাছেও আবেদন করা হবে।

জাইকার সহায়তা পুষ্ট বাংলাদেশ ব্যাংকের ‘আরবান বিল্ডিং সেফটি প্রজেক্ট’ প্রকল্পের আওতায় এটি বাস্তবায়িত হবে।