Logo

৭ কোটি ৫০ লাখ শেয়ার ছেড়েছে প্যাসিফিক ডেনিমস, লেনদেন শুরু ৭ ফেব্রুয়ারী

RMG Times
রবিবার, ফেব্রুয়ারি ৫, ২০১৭
  • শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : লেনদেন শুরুর অপেক্ষায় রয়েছে প্রাথমিক গণ প্রস্তাবের (আইপিও) প্রক্রিয়া সম্পন্ন করা বস্ত্র খাতের প্যাসিফিক ডেনিমস লিমিটেড। এ লক্ষ্যে দেশের উভয় স্টক এক্সচেঞ্জে আবেদনও করেছে প্রতিষ্ঠানটি। আর আবেদনের প্রেক্ষিতে সবকিছু ঠিক থাকলে আগামি ৭ ফেব্রুয়ারি, মঙ্গলবার এ কোম্পানির শেয়ার লেনদেন শুরু হবে ডিএসই সূত্রে জানা গেছে।

এর আগে গত ৩১ জানুয়ারি প্যাসিফিক ডেনিমসের আইপিও লটারিতে বরাদ্দ পাওয়া শেয়ার সিডিবিএলের মাধ্যমে বিনিয়োগকারীদের নিজ নিজ বিও হিসাবে জমা হয়েছে। আর ২৪ জানুয়ারি প্যাসিফিক ডেনিমস লিমিটেড-কে তালিকাভুক্তির অনুমোদন দেয় ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

প্রসঙ্গত, গত ১০ জানুয়ারি কোম্পানিটির আইপিওর লটারি ড্র অনুষ্ঠিত হয়। এর আগে ১১ থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত কোম্পানির আইপিও আবেদন গ্রহণ করা হয়। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৫৮২তম সভায় এ কোম্পানির আইপিও অনুমোদন দেওয়া হয়। আইপিওর মাধ্যমে প্যাসিফিক ডেনিমস পুঁজিবাজার থেকে ৭৫ কোটি টাকা তুলেছে। কোম্পানিটি অভিহিত মূল্যে ১০ টাকা দরে ৭ কোটি ৫০ লাখ শেয়ার ইস্যু করছে।

কোম্পানি সূত্রে জানা গেছে, ব্যবসা সম্প্রসারণ (পূর্ত নির্মাণ ও যন্ত্রপাতি ক্রয়), ঋণ পরিশোধ এবং আইপিওর খরচ বাবদ এই টাকা ব্যয় করা হবে। আর্থিক প্রতিবেদন অনুযায়ী,৩১ ডিসেম্বর, ২০১৫ শেষ হওয়া হিসাববছরে প্যাসিফিক ডেনিমসের শেয়ার প্রতি আয় ২ টাকা ৬৩ পয়সা; আর শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) ২২ টাকা ৫৯ পয়সা।

কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে এএফসি ক্যাপিটাল লিমিটেড। সুত্র : পুঁজিবাজার