নিজস্ব প্রতিনিধি, টাঙ্গাইল: বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডের রাষ্ট্রদূত লিওনী মার্গারেটা কুলেনারে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই শিল্পাঞ্চলের কমফিট কম্পোজিট নীট লিমিটেড নামে একটি পোশাক কারখানা পরিদর্শন করেছেন।
সোমবার দুপুরে নেদারল্যান্ডের রাষ্ট্রদূত ও তার সফরসঙ্গীরা সেখানে পৌঁছলে প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারিগণ তাদের শুভেচ্ছা জানান।
পরে কমফিট কম্পোজিট নীট মিলের অডিটোরিয়ামে শ্রমিক আইন বাস্তাবায়ন, নারীর ক্ষমতায়ন, যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার আইন বাস্তবায়ন এবং শ্রমিকদের মান উন্নয়ন বিষয়ে এক মতবিনিময় সভায় তিনি যোগ দেন।
সভা শেষে রাষ্ট্রদূত ও প্রতিনিধিদলের সদস্যরা নেদারল্যান্ডস ভিত্তিক উন্নয়ন সংস্থা এসএন ভি ও কমফিটের যৌথ উদ্যেগে পরিচালত এসআরএইচআর প্রকল্পের বিভিন্ন ইউনিটি, মিলের শ্রমিকদের স্বাস্থ্য সেবার জন্য স্যাটেলাইট ক্লিনিকসহ প্রতিষ্ঠানের বিভিন্ন ইউনিট পরিদর্র্শন করেন।
পরিদর্শন শেষে রাষ্ট্রদূত লিওনী মার্গারেটা কুলেনারে উপস্থিত সাংবাদিকদের বলেন, এই মিলের সামাজিক উন্নয়ন, স্বাস্থ্য ও চিকিৎসা সেবার মান, নারীদের কাজের পরিবেশ, শ্রম আইন বাস্তবায়নসহ মিলের পরিবেশ দেখে আমি মুগ্ধ হয়েছি। মিলের সার্বিক উন্নয়নের জন্য নেদারল্যান্ডের পক্ষ থেকে সকল ধরনের সহযোগিতা প্রদান করা হবে বলে তিনি জানিয়েছেন।
এ সময় প্রতিষ্ঠানের চেয়ারম্যান রেজাকুল হায়দার, ম্যানেজিং ডাইরেক্টর ফিরোজ আলম, পরিচালক আনিছ সালাউদ্দিন আহমেদ, আকবর হায়দার মুন্না, আজগর হায়দার, সিনিয়র ম্যানেজার রেজবানুল হক ও মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার ইসরাত সাদমীন উপস্থিত ছিলেন।
মতামত লিখুন :