Logo

তামিশনা গ্রুপের কারখানায় ব্র্যাক ব্যাংকের এটিএম

RMG Times
সোমবার, জানুয়ারি ১৬, ২০১৭
  • শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : করপোরেট প্রতিষ্ঠানগুলোতে উন্নত ব্যাংকিং সেবা দেওয়ার পরিকল্পনার অংশ হিসেবে দেশের অন্যতম পোশাক রপ্তানিকারক তামিশনা গ্রুপের কারখানায় এটিএম বুথ স্থাপন করেছে ব্র্যাক ব্যাংক।

রোববার ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম আর এফ হোসেন এবং তামিশনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক গুলজার এ চৌধুরী সম্প্রতি টঙ্গীর ভাদাম বাজারে তামিশনা গ্রুপের কারখানায় আনুষ্ঠানিকভাবে দুইটি এটিএম উদ্বোধন করেন।

এ সময় ব্র্যাক ব্যাংকের করপোরেট ব্যাংকিং বিভাগের প্রধান মাহমুদুন নবী চৌধুরী এবং রিটেইল ব্যাংকিং বিভাগের ভারপ্রাপ্ত প্রধান কায়সার হামিদ উপস্থিত ছিলেন।

তামিশনা গ্রুপের সাথে ‘এমপ্লয়ি ব্যাংকিং সার্ভিস’ বিষয়ক চুক্তির অংশ হিসেবে এটিএম সেবা দেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।