নিজস্ব প্রতিবেদক : শুধু মাত্র ২৬ ডিসেম্বর, ২০১৬ তারিখেই ৬ টি কারখানার সাথে সম্পর্কচ্ছেদ করেছে অ্যালায়েন্স ফর বাংলাদেশ ওয়ার্কার সেফটি। এ নিয়ে শুধুমাত্র ডিসেম্বরে অ্যালায়েন্স থেকে ঝরে পড়া কারখানার সংখ্যা ১৫, যা এপ্রিল ২০১৬ এর পরে কোন এক মাসে সবচেয়ে বেশি কারখানার সাথে এলায়েন্সের সম্পর্কচ্ছেদ করার রেকর্ড। এর আগে চলতি বছরের শুধুমাত্র এপ্রিল মাসে এই সংখ্যা ছিল ১৮।
এ নিয়ে অ্যালায়েন্সের মোট বাতিল কারখানার সংখ্যা দাঁড়ালো ১১৭ যার মধ্যে ৭ টি কারখানা বন্ধ করে দিয়ে নতুন ঠিকানায় তাদের উৎপাদন শুরু করেছে এবং অ্যালায়েন্সের আওতাধীন আছে। সর্বশেষ সাস্পেন্ডেড ৬ কারখানা হল অফমা ক্যাম্প লিমিটেড, ওয়ার্ম ফ্যাশন লিমিটেড, কোয়ালিটি ফ্যাশনওয়্যার লিমিটেড, রিতজি আপারেলস লিমিটেড, সান ওয়াশিং প্ল্যান্ট, এপোলো সুইং অ্যান্ড গার্মেন্টস লিমিটেড।
মতামত লিখুন :