ডেস্ক রিপোর্ট : আশুলিয়ায় মজুরি বৃদ্ধির দাবিতে পোশাক শ্রমিকদের চলমান আন্দোলনে মদদ দেওয়ার অভিযোগে ঢাকা জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবুর বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ ।
বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) গভীর রাতে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মহিদুল ইসলাম বাদি হয়ে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৬(২)/ডি ধারায় মামলাটি (নং-৩০) দায়ের করেছেন।
মামলায় সাংসদের ভাই দেওয়ান মইনুদ্দিন বিপ্লব, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিনি আক্তার, তার ভাই তোফাজ্জল হোসেন, যুবদল নেতা দুলাল মীর, ঝুট ব্যবসায়ী ইসরাফিল, নাট্য অভিনেতা এ আর মন্টু, আটটি শ্রমিক সংগঠনের নেতাসহ ১৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা কয়েক শ’ ব্যক্তিকে আসামী করা হয়েছে।
এ ব্যাপারে ঢাকা জেলা উত্তরের গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি এ এফ এম সাঈদ বলেছেন, “দেশের পোশাক শিল্পকে ধ্বংস, রাষ্ট্রীয় ও অর্থনৈতিক স্বার্থকে ক্ষতিগ্রস্ত, রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টি করে পরিকল্পিতভাবে আইন-শৃঙ্খলার অবনতি করে দেশের ভাবমূর্তি বিনষ্ট করার লক্ষে আশুলিয়া চলমান অবৈধ শ্রমিক আন্দোলনে ইন্ধনসহ, ভাংচুর, লুটতরাজ, লিফলেট বিতরণ, গোপন মিটিংসহ পোশাক কারখানার কর্মকর্তা-কর্মচারিদের মারধর ও জনমনে ভীতির সঞ্চার করায় সাবেক এমপি ডা. দেওয়ান সালাউদ্দিন বাবুসহ ১৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা কয়েক শ’ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।”
আসামীদের মধ্যে ১২ জনকে গ্রেফতার করে রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামীদের গ্রেফতারে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
এদিকে, আশুলিয়ায় চলমান শ্রমিক অসন্তোষের ঘটনায় আরও ২টি মামলা দায়ের করা হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত সব মিলিয়ে ৬টি মামলায় সহস্রাধিক ব্যক্তিকে আসামী, ২৫৬ শ্রমিককে ছাঁটাই ও ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে।
সর্বশেষ বৃহস্পতিবার রাতে শিল্পাঞ্চলের জামগড়া এলাকার এন.আর.এন নিটিং এন্ড গার্মেন্টস এর এক্সিকিউটিভ ডাইরেক্টর মো. মাসুদ রানা বাদি হয়ে ১৫ শ্রমিকের নাম উল্লেখসহ ৪০-৫০ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন। অন্যদিকে, জামগড়া এলাকার দি রোজ ড্রেসেস লিমিটেড কারখানার ১৩ শ্রমিকের নাম উল্লেখসহ ২০০-২৫০ শ্রমিকের বিরুদ্ধে একটি মামলা (নং ৩২) দায়ের করেছেন সিকিউরিটি সুপারভাইজার মো. মাহাবুবুর রহমান।
মতামত লিখুন :