আবির দে : রোহিঙ্গা সমস্যায় ব্যাপক সমালোচিত ও নিন্দিত প্রতিবেশী রাষ্ট্র মায়ানমারকে অনেকেই বাংলাদেশের পোশাক খাতের প্রতিদ্বন্দ্বী মনে করলেও তাদের নানামুখী বাধার কারনে সেই সম্ভাবনা অঙ্কুরে বিনষ্ট হওয়ার শঙ্কাও দেখছেন অনেকে। গত তিন যুগের মধ্যে অনুষ্ঠিত প্রথম আদম শুমারীতে অত্যন্ত ভয়ঙ্কর সব উঠে এসেছে যা ইউরোপ ও আমেরিকার বাজারে পণ্য রপ্তানীতে বড় অন্তরায় হয়ে দাড়াতে পারে দেশটির জন্য।
শুমারীর তথ্য মতে দেশের শিশুদের অনেকেই বাধ্যতামূলক শ্রমের স্বীকার। ১০-১৭ বছর বয়স্ক ২১ শতাংশই শ্রমিক।
ইমিগ্রেশন ও জনসংখ্যা মন্ত্রনালয়ের মুখপাত্র খাইং খাইং সু জানান, শুমারীতে পাওয়া তথ্য অনুযায়ী ১.৫ মিলিয়ন শিশু যাদের বয়স ১০ থেকে ১৭ তারা কাজ করতে বাধ্য হচ্ছে যদিও তাদের স্কুলে যাওয়ার কথা। এই সংখ্যাটি মোট এই বয়সের মোট সংখ্যার ২১ শতাংশ বলে তিনি জানান।
সম্প্রতি আইএলও ইয়াঙ্গুনের Hlaing Thar Yar Industrial Zone কে মারাত্মক শিশু শ্রমিক প্রবন এলাকা হিসেবে চিহ্নিত করেছে।
মতামত লিখুন :