নিজস্ব প্রতিনিধি : আশুলিয়ায় তাজরিণ ফ্যাশনের অগ্নিকান্ডের ৪ বছর হওয়ায় নিহত-আহত শ্রমিকদের স্মরণে র্যালি, আলোচনাসভা, নিরাবতা পালন ও পুস্পস্তবক অর্পণ করেন বিভিন্ন শ্রমিক সংগঠন প্রতিনিধি ও পোশাক শিল্প শ্রমিকরা।
বৃহস্পতিবার সকাল থেকে নিশ্চিন্তপুর এলাকার তাজরিণ ফ্যাশনের সামনে এ কর্মসূচী পালিত হয়।
এতে অংশগ্রহণকারীরা ১২৪ জন শ্রমিক হত্যাকান্ডের বিচার, নিহত-আহত নিখোঁজ শ্রমিক পরিবারকে আয়ের সমান ক্ষতিপূরণসহ পূর্নবাসনের দাবি জানান ।
নেতারা বলেন, ‘তাজরীণে শ্রমিক হত্যার ৪ বছর হলো ও একইসাথে রানা প্লাজা শ্রমিক হত্যার ৪৩ মাস পার হতে চলল। একদিকে, তাজরীণের ঘটনায় অভিযুক্ত মালিক দেলোয়ার হোসেন এবং সোহেল রানাসহ রানা প্লাজার অভিযুক্ত অনেকেই জামিনে জেলের বাইরে আছেন।
অন্যদিকে, সরকারি কর্মকর্তাদের দায়িত্বে গাফিলতির দায়কে এখনো আইনি কাঠামোর মধ্যে আনা হয়নি। তাজরিণের ক্ষতিগ্রস্ত শ্রমিকরা কিছু অনুদান পেলেও সেটি কোন মাপকাঠিতে পেয়েছে তা জনগণের কাছে পরিস্কার নয়। আহত শ্রমিক সুমাইয়া এবং আমেনা পরবর্তীতে অসুস্থ অবস্থায় মৃত্যুবরণ করেন এবং তিন জন নিখোঁজ শ্রমিককে এখন পর্যন্ত স্বীকৃতি দেয়া হয়নি। যারা কোন সাহায্য সহযোগীতা কিছুই পায়নি।’
সকল ক্ষতিগ্রস্তকে যথাযথ ক্ষতিপূরণসহ তাজরিণের মালিক দেলোয়ারের ফাঁসির দাবি জানান শ্রমিক নেতারা।
এ সময় বাংলাদেশ পোশাক শ্রমিক ট্রেড ইউনিয়ন ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ তুহিন চৌধুরী, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট সাভার-আশুলিয়া কমিটির সভাপতি সৌমিত্র কুমার দাস, বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতি আশুলিয়া থানা কমিটির সভাপতি মোঃ আমিনুল ইসলাম সামা, জাগো বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের ঢাকা জেলা কমিটি উত্তরের আহবায়ক মোঃ আব্বাস উদ্দীন, বাংলাদেশ বস্ত্র ও পোশাক শিল্প-শ্রমিক লীগের সাভার ও আশুলিয়া কমিটির সভাপতি মোঃ সরোয়ার হোসেন, বাংলাদেশ তৃণমূল গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ শামীম খাঁনসহ অন্যান্য শ্রমিক সংগঠন নিহতদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রমিক নেতা শামীম হাসান, তানভির আহম্মেদ, হাসান, এসবি আযাদ, ঈমন শিকদার, আনিসুর রহমান ও পোশাক শ্রমিকসহ আরো অনেকে এ কর্মসূচীতে অংশগ্রহণ করেন।
মতামত লিখুন :