নিজস্ব প্রতিবেদক : সম্প্রতি প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিঃ, নেদারল্যান্ড ভিত্তিক সংস্থা এসএনভি এবং টিএমএসএস এর যৌথ উদ্যোগে ঢাকার অদূরে টঙ্গীর গাজীপুরা এলাকায় খরতৈলে অবস্থিত তিনটি পোশাক কারখানার কর্মীদের এক আনন্দমুখর পরিবেশে “স্বাস্থ্যবীমা সদস্যভুক্তি উৎসব” আয়োজন করা হয়। এই উৎসবে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিজিএমইএ’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জনাব ফারুক হাসান। এ সময় তিনি তানাজ গার্মেন্টস লিমিটেড প্রাঙ্গনে উপস্থিত কারখানার কর্মীদের প্রগতি লাইফের ক্ষুদ্র স্বাস্থ্যবীমার আওতায় স্বাস্থ্যবীমা কার্ড প্রদান করেন।
এই স্কীমটি পোশাক কারখানার কর্মীদের স্বাস্থ্য সুবিধা নিশ্চিতকল্পে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স ও এসএনভি এর যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত একটি পাইলট প্রজেক্ট। এই যৌথ উদ্যোগে তিনটি পোশাক কারখানার প্রায় ৪৫০০ জন কর্মীদের প্রগতি লাইফের ক্ষুদ্র স্বাস্থ্যবীমার আওতায় নিকটস্থ টিএমএসএস মাসুদা মেটারনিটি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা সুবিধা প্রদান করা হবে। প্রথমবারের মত এ ধরনের একটি স্বাস্থ্যবীমা কার্ড পেয়ে পোশাক কর্মীরা তাদের আনন্দ অনুভূতির কথা প্রকাশ করে।
এই অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিঃ এর জেনারেল ম্যানেজার, অপারেসন্স এস. এম. জিয়াউল হক এবং এছাড়াও উপস্থিত ছিলেন নেদারল্যান্ড ভিত্তিক সংস্থা এসএনভি’র ওয়ার্কিং উইথ উইমেন প্রকল্পের টিম লিডার মিসেস ফারথিবা রাহাত খান এবং ক্যাপাসিটি বিল্ডিং এডভাইজার জনাব জামাল উদ্দিন সহ তানাজ ফ্যাশনস্, ইএইচ ফ্যাব্রিক্স এবং ডেনিম ফ্যাশনস লিঃ এর উর্ধ্বতন কর্মকর্তাগনও উপস্থিত ছিলেন।
মতামত লিখুন :