Logo

এবারও বিপিএল এ চিটাগং ভাইকিংস এর সাথে পোশাক শিল্প প্রতিষ্ঠান ডিবিএল গ্রুপ

RMG Times
সোমবার, নভেম্বর ৭, ২০১৬
  • শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের অন্যতম সফল পোশাক শিল্প গ্রুপ ডিবিএল (দুলাল ব্রাদার্স) গতবারের ন্যায় এবারও দেশের ক্রিকেটের পৃষ্ঠপোষকতায় ইতিবাচক সাড়া দিয়েছে ডিবিএল গ্রুপ।

official-of-the-chittagong-vikings

২০১৫ সালের নভেম্বর মাসে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে ডিবিএল গ্রুপের চেয়ারম্যান ও চিটাগং ভাইকিংস এর চেয়ারম্যান জনাব আব্দুল ওয়াহেদ বিপিএল এর এই দলটির লোগো ও থিম সং উন্মোচন করেন। ২০১৫ বিপিএল এ খুব ভাল করতে না পারলেও দারুন ফর্মে থাকা তামিমের নেতৃত্বে  এবার দলটি অনেক ভাল করবে বলেই অনেকের আশা।

দেশের ক্রিকেটের পাশে ডিবিএল গ্রুপের মত আরও বড় বড় কর্পোরেট হাউজ এগিয়ে আসলে ক্রিকেটে পেশাদারিত্ব যেমন বাড়বে তেমনি আগামী প্রজন্ম ক্রিকেটকে ক্যারিয়ার হিসেবে নিয়ে এগিয়ে যেতে অনেক বেশি নিরাপদ বোধ করবে।