Logo

বন্ধ কারখানা খুলে দেয়ার দাবিতে আশুলিয়ায় শ্রমিকদের মানববন্ধন

RMG Times
সোমবার, নভেম্বর ৭, ২০১৬
  • শেয়ার করুন

নিজস্ব সংবাদদাতা : শিল্পাঞ্চল-আশুলিয়ায় সি এন্ড বি কম্পোজিট লিমিটেড নামে কারখানার শ্রমিকরা বন্ধ কারখানা খুলে দেয়াসহ বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে।

ashulia-garrments

সোমবার সকালে বগাবাড়ি এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে ঢাকা আরিচা মহাসড়কের আশুলিয়া প্রেস-ক্লাবের সামনে এসে মানব বন্ধন কর্মসূচী পালন করেন।

এ সময় শ্রমিকরা বলেন, সি এন্ড বি কম্পোজিট লিমিটেডের মালিক আহাদ আলী আনসারী তার কারখানার একশ ২০ জন শ্রমিকের আগষ্টের ১৫ দিনের, সেপ্টেম্বর ও অক্টোবর মাসের পুরো বেতন না দিয়ে কারখানায় তালা ঝুলিয়ে পালিয়েছে। এতে শ্রমিকরা মানবেতর জীবন যাপন করছে। দ্রুত বকেয়া বেতন পরিশোধসহ বন্ধ কারখানা খুলে না দেওয়া হলে কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন শ্রমিকরা।