Logo

ডিবিএল গ্রুপের ২৫তম বর্ষপূর্তি উদযাপন, নতুন লোগো উন্মোচন

RMG Times
রবিবার, অক্টোবর ৩০, ২০১৬
  • শেয়ার করুন

নিজস্ব প্রতিনিধি:  বাংলাদেশের পোশাক খাতের শীর্ষ প্রতিষ্ঠান দুলাল ব্রাদার্স লিমিটেড (ডিবিএল) গ্রুপের ২৫তম বর্ষপূতি অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গত শুক্রবার ঢাকার একটি পাঁচ তারকা হোটেল অনাম্বড়পূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

14884683_868387669929767_8656786808216621841_o

অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ প্রধান অতিথি ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় ডিবিএল গ্রুপের চেয়ারম্যান আবদুল ওয়াহেদ, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম এ জব্বার, ভাইস চেয়ারম্যান এম এ রহিম, উপব্যবস্থাপনা পরিচালক এম এ কাদের উপস্থিত ছিলেন।

14890463_868387699929764_4896752004342206322_o

প্রধান অতিথির বক্তব্যে বানিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বেসরকারী খাতের কোম্পানীরগুলোর কর্ম পরিবেশ, শ্রমিকদের প্রতি ন্যায্য পাওনা এবং ব্যবসায়িক প্রবৃদ্ধি বাংলাদেশকে অতি দ্রুত মধ্যম আয়ের দেশে পরিণত করবে। বানিজ্যমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, ডিবিএল গ্রুপের মতো বড় প্রতিষ্ঠানগুলোই প্রমাণ করে দেশ এগিয়ে যাচ্ছে।

বর্ষপূতি অনুষ্ঠানে ডিবিএল গ্রুপের কর্ণধাররা বলেন,  ২০১৯ সালের মধ্যে তাদের কর্মী সংখ্যা ৫০ হাজারে পৌছুবে। ডিবিএল গ্রুপ শুধুমাত্র পোশাক শিল্প খাতে ব্যবসা শুরু হলেও বর্তমানে  তারা ঔষুধ তৈরী প্রতিষ্ঠান, সিরামিকস, ও তথ্য প্রযুক্তি খাতেও তাদের বানিজ্যের বিস্তার ঘটাচ্ছে।

অনুষ্ঠানে ডিবিএল গ্রুপের নতুন লোগো উন্মোচণ করা হয়। এসময় ডিবিএল গ্রুপের মালিকাধীন বিপিএল দল চিটাগং ভাইকিংস এর ক্রিকেটারদের শুভেচ্ছা জানানো হয়।

উল্লেখ্য যে, দেশের শীর্ষ পোশাক শিল্প প্রতিষ্ঠান ডিবিএল গ্রুপ বাংলাদেশের গন্ডি পেরিয়ে এখন বিদেশেও তাদের কারখানা নির্মাণ করছে। আফ্রিকার দেশ ইথিওপিয়ায় হচ্ছে ডিবিএল গ্রুপের তৈরি পোশাক কারখানা। আগামী বছরের এপ্রিলে তাদের নিট পোশাক কারখানাটিতে উৎপাদন শুরু হবে। সেই পোশাক রপ্তানি হবে মার্কিন যুক্তরাষ্ট্রসহ ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশে। আগামী ডিসেম্বর-জানুয়ারির মধ্যে কারখানা নির্মাণ হয়ে যাবে। সেখানে সব মিলিয়ে ৪ হাজার শ্রমিকের কর্মসংস্থান হবে। আগামী এপ্রিলে উৎপাদন শুরুর পর দ্বিতীয় বছরে গিয়ে কারখানাটি থেকে ৩ কোটি মার্কিন ডলার বা ২৪০ কোটি টাকার পোশাক রপ্তানির সম্ভাবনা আছে। পরের বছর পোশাক রপ্তানি ৪ কোটি ডলারে গিয়ে দাঁড়াতে পারে।