নিজস্ব সংবাদদাতা : গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী এলাকায় সড়ক দুর্ঘটনায় এক পোশাক কারখানার শ্রমিক আহত হওয়ায় ঘটনায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছেন শ্রমিকরা। রোববার (২৩ অক্টোবর) সকাল ৮টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে রাখেন শ্রমিকরা।
সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হোসেন আলী জানান, সকালে কারখানায় যাওয়ার পথে এক শ্রমিক সড়ক দুর্ঘটনায় আহত হন।
পরে আশ-পাশের শ্রমিকরা এ ঘটনায় জেরে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে রাখেন। একপর্যায়ে তারা মহাসড়কে উপর টায়ারে আগুন ধরিয়ে দেয়। এরপর তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপর অবস্থান করেন। এতে ওই সড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়।
মতামত লিখুন :