নিজস্ব প্রতিনিধি : গাজীপুরের পোশাক কারখানা কমফিট কম্পোজিট নিট লিমিটেডের কর্মীরা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে হাসপাতালে বিশেষ সুবিধায় চিকিৎসা সেবা পাবেন। দুই প্রতিষ্ঠানের মধ্যে গত ৮ অক্টোবর এ বিষয়ে করপোরেট চুক্তি হয়।
চুক্তি অনুযায়ী অন্যান্য করপোরেট পার্টনারের মত কমফিট কমপজিট সেবা পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবে।
২০১৩ সালের ১৮ নভেম্বর বঙ্গমাতার নামে চালু হওয়া বিশ্বমানের হাসপাতালটি দিনে দিনে স্বাস্থ্যসেবা প্রদানে সবার আস্থার প্রতীক হয়ে উঠেছে।
মালয়েশিয়ার হাসপাতাল ‘চেইন’-এর সঙ্গে যৌথভাবে নির্মিত এই প্রতিষ্ঠানে স্বাস্থ্যসেবার সব ধরনের সুযোগ-সুবিধা রয়েছে।
এখানে রয়েছে ২৫০ শয্যার হাসপাতাল ও ৫০ আসনের নার্সিং কলেজ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি ট্রাস্ট ও সমাজকল্যাণ মন্ত্রণালয় সরকারি ও বেসরকারি উদ্যোগে (পিপিপি) ২১৫ কোটি টাকা ব্যয়ে ৬ একর জমির ওপর এই হাসপাতাল নির্মাণ করে। বিজ্ঞপ্তি।
মতামত লিখুন :