Logo

টঙ্গীতে ফয়েল কারখানায় বয়লার বিস্ফোরণ, নিহত ১৩, আহত অর্ধ শতাধিক

RMG Times
শনিবার, সেপ্টেম্বর ১০, ২০১৬
  • শেয়ার করুন

নিজস্ব সংবাদদাতা : গাজীপুরের টঙ্গীর বিসিক শিল্প নগরীতে একটি ফয়েল কারখানায় বয়লার বিস্ফোরণে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছে অর্ধ শতাধিক।

শনিবার সকাল ৬টার দিকে ট্যাম্পাকো নামে একটি কারখানায় এ বিস্ফোরণ ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

এদিকে আগুন নিয়ন্ত্রণে জয়দেবপুর, টঙ্গী, কুর্মিটোলা, সদর দপ্তর, মিরপুর এবং উত্তরাসহ আশে-পাশের ফায়ার স্টেশনের প্রায় ২০টি ইউনিট কাজ করছে।

আহতদের ঢাকা মেডিকেল এবং টঙ্গী সরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। টঙ্গী হাসপাতালের আবাসিক চিকিৎসক মো. পারভেজ মিয়া জানান, প্রথমে দগ্ধ ও শরীরের অঙ্গ-প্রত্যঙ্গ ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে মৃত দুজনকে হাসপাতালে আনা হয়। পরে মৃত অবস্থায় আরও আটজনকে আনা হয়। আহতদের মধ্যে ১০ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। অন্যদের ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া এ ঘটনায় ৪ তলা একটি ভবন ধসে পরেছে বলে জানা গেছে।