ডেস্ক রিপোর্ট : তিন মাসের বকেয়া বেতন ও কোরবানি ঈদের বোনাসের দাবিতে বিজিএমইএ ভবন ঘেরাও করেছে হানিওয়েল টেক্সটাইল অ্যান্ড ওভেন লিমিটেডের শ্রমিকেরা।
মঙ্গলবার সকাল ১১টার দিকে প্রায় দু’শতাধিক শ্রমিক এই ঘেরাও কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
এতে অংশ নেয়া নয়ন নামে এক অপারেটর বলেন, জুন মাস থেকে আমাদের বেতন দেওয়া হচ্ছে না। গত ঈদের আগেও মালিক আমাদের টাকা দেয়নি। শুধু বোনাসের নামে ৫ হাজার করে টাকা দিয়ে বিদায় করে। এরপর নানা প্রতিশ্রুতি দিয়ে কারখানা চালু রাখলেও মালিক কথা রাখেনি। গত ১ তারিখ থেকেই মালিক কারখানাতে আসছে না।
কারখানার ম্যানেজার এবং পি এম পর্যায়ের কর্মকর্তারা শ্রমিকদের নানাভাবে বুঝানোর চেষ্টা করেছেন। মালিক বিদেশ থেকে ফিরেই বকেয়া বেতন দিয়ে দেবে। কিন্তু মালিক এ বিষয়ে কোনো কর্ণপাতই করছে না।
বিজিএমইএ একটি সূত্র বলছে, মালিকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ করতে আন্দোলনরত ১০ জনের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক হয়েছে। বৃহস্পতিবারের মধ্যে তাদের বকেয়া বেতন ও বোনাস দেওয়ার ব্যবস্থা করা হওয়ার সিদ্ধান্ত হয়েছে।
মতামত লিখুন :