নিজস্ব সংবাদদাতা : সাভারের আশুলিয়ায় একটি পোশাক কারখানায় ভূত আতঙ্কে বেশ কয়েক শ্রমিক দ্বিতীয় দিনের মতো অসুস্থ হয়ে পড়েছেন। অসুস্থ শ্রমিকদের উদ্ধার করে আশুলিয়ার নারী ও শিশু হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় গতকালের জন্য কারখানা সাধারণ ছুটি ঘোষণা করেছে মালিকপক্ষ।
গতকাল রোববার সকালে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের নরসিংহপুর এলাকায় ডেকো ডিজাইন লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে।
শিল্প পুলিশ জানায়, ডেকো ডিজাইন গার্মেন্টসে গত শনিবার দুপুরে ভূত আতঙ্কে শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। পরে তাদেরকে উদ্ধার করে নারী ও শিশু হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল রোববার সকালে কাজে যোগ দেওয়ার জন্য শ্রমিকরা কারখানায় প্রবেশ করেন। পরে একটি ফোরে ভূত আতঙ্কে কয়েক নারী শ্রমিক অসুস্থ হয়ে পড়লে সবাই কারখানা থেকে বেড়িয়ে যান।
অসুস্থ শ্রমিকদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয় এবং কারখানাটি সাধারণ ছুটি ঘোষণা করে মালিকপ। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে কারখানা কর্তৃপক্ষ।
এ বিষয়ে আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পরিচালক মোস্তাফিজার রহমান বলেন, কী কারণে শ্রমিকরা অসুস্থ হয়ে পড়েছেন তা আমরা তদন্ত করে দেখছি। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে ওই কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
মতামত লিখুন :