নিজস্ব প্রতিনিধি : ইনভাইরো কেয়ার বাংলাদেশ এর উদ্যোগে ইনভারনমেন্টাল অ্যাওয়ারনেস এন্ড কেমিক্যাল হ্যান্ডেলিং বিষয়ক কর্মশালা গতকাল ২৬ আগস্ট অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর উত্তরায় ইনভায়রো কেয়ার এর নিজস্ব অফিসের মিলনায়তনে দিনব্যাপী এ কর্মশালায় বিভিন্ন পোশাক কারখানা থেকে এইচ আর অ্যাডমিন কর্মকর্তা, ইটিপি ম্যানেজার, অপারেটর, কমপ্লায়েন্স কর্মকর্তাসহ বিভিন্ন পদের ১০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।
কর্মশালার মূল উদ্দেশ্য ছিল ইটিপি পরিচালনা ও কেমিক্যাল হ্যান্ডলিং এর সাথে যুক্ত লোকদের কারিগরী জ্ঞান বৃদ্ধি ও সচেতনতা তৈরী করা।
কর্মশালার শুরুতে ইনভাইরোকেয়ার বাংলাদেশ এর টেকনিক্যাল ও কমিউনিকেশন ম্যানেজার সঞ্জয় কুমার মন্ডল ইনভাইরো কেয়ার বাংলাদেশ এর পরিচিতি এবং তাদের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন।
তিনি বলেন বর্তমানে কারখানা অধ্যুষিত ঢাকা, গাজীপুর, নারায়নগঞ্জের বালু তুরাগ, বুড়িগঙ্গা ও শীতলক্ষ্যা নদীর পানির দিকে তাকালে বোঝা যায় পানি দূষণ কোন পর্যায়ে দাঁড়িয়েছে। নদীর ৬০ শতাংশ দূষণের জন্য দায়ী শিল্প কারখানার বর্জ্য। নদী দূষণ ঠেকাতে শিল্প কারখানায় ইটিপি নির্মাণ বাধ্যতামূলক। অনেকে ইটিপি করলেও তা চালু রাখে না। এখুনি সময় আমাদের সচেতন হওয়ার। আগামী প্রজন্মের জন্য, নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য পরিবেশ রক্ষার্থে আমাদের একাত্ম হয়ে কাজ করতে হবে। সচেতন হতে হবে। ইনভায়রো কেয়ার তাদের সামাজিক দায়বদ্ধতা থেকে পরিবেশ সংরক্ষনের জন্য বিভিন্ন সচেতনেতামূলক কর্মকান্ড চালিয়ে যাচ্ছেন। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।
উক্ত কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে ছিলেন সৌরভ রায় ও ড. ইকবাল বাহার। এছাড়া অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উত্তরা ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক ফারজানা ইয়াসমিন।
সৌরভ রায় তার দীর্ঘদিনের পোশাক খাতে কাজের অভিজ্ঞতার আলোকে পরিবেশ দূষণ ও প্রতিকার সম্পর্কে সবিস্তার আলোচনা করেন।
ড. ইকবাল বাহার বলেন, সঠিক ভাবে কারখানাগুলোতে কেমিক্যাল ব্যবস্থাপনার অভাবে এবং ম্যাটেরিয়াল সেফটি ডাটা শীট সঠিক ভাবে না থাকায় অনেকক্ষেত্রে দূর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। তিনি অনাকাঙ্খিত দূর্ঘটনা এড়ানোর জন্য সঠিক নিয়ম মেনে ও পারসোনাল প্রোটেকটিভ ইকুপমেন্ট ব্যবহার করে কেমিক্যাল হ্যান্ডলিং এর পরামর্শ দেন।
উক্ত কর্মশালায় সিম্পল ডিজাইনের সহকারী ব্যবস্থাপক (এইচ, আর, এ্যাডমিন ও কমপ্লায়েন্স) মোঃ সোহানুর রহমান বলেন, কর্মশালায় অংশ নিয়ে পরিবেশ রক্ষার্থে আমাদের করণীয় বিভিন্ন বিষয়ে ধারণা পেয়েছি। আমার অধীনস্ত কর্মকর্তাদের মাঝেও আমি সচেতনতা তৈরী করবো।
মতামত লিখুন :