নিজস্ব প্রতিনিধি : টাঙ্গাইলের বন্যা কবলিত বিভিন্ন এলাকায় বন্যার্ত অসহায় মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে জার্মান ভিত্তিক পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠান ডিকা টেক্স লিমিটেড।
রবিবার টাঙ্গাইলের বন্যা কবলিত কালিহাতী উপজেলার গোহালিয়াবাড়ী ইউনিয়নের আলীপুর, বেলটিয়াবাড়ী, কুর্শাবেনু গ্রামের পাঁচ শতাধিক ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন ডিকা টেক্সের কর্ণধার ও ব্যবস্থাপনা পরিচালাক জার্মান নাগরিক মি. ডিকাহুতে।
এ সময় তাঁর সঙ্গে ছিলেন, ডিকাটেক্সের জিএম আব্দুল আহাদ, ম্যানেজার শাখাওয়াত হোসেন হিমেল।
দিনব্যাপি ত্রাণ বিতরন অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, কালিহাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজহারুল ইসলাম তালুকদার, কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার আবু নাসার উদ্দিন, বঙ্গবন্ধুসেতু পূর্ব থানার ওসি আছাবুর রহমান, আলোকিত কালিহাতীর সভাপতি রশিদ আহাম্মদ আব্বাসী, এবং গোহালিয়াবাড়ী ইউপি চেয়ারম্যান হযরত আলী তালুকদার প্রমুখ।
ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল চাল, আটা, ডাল, চিড়া, মুড়ি, লবন, বিস্কুট, খাবার স্যালাইন ও টি শার্ট।
মতামত লিখুন :