নিজস্ব প্রতিনিধি : গাজীপুরের চন্দ্রা এলাকায় ট্রপিক্যাল নিটিং নামে একটি সুতার কারখানায় লাগা আগুন ফের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। আগুন নিয়ন্ত্রণে বর্তমানে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট কাজ করছে।
আজ শনিবার ভোর সাড়ে পাঁচটার দিকে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট একযোগে কাজ করে সাড়ে চার ঘণ্টার পর নিয়ন্ত্রণে আনলেও কিছুক্ষণ পর আবার আগুন ধরে যায়।
ঘটনাস্থলে উপস্থিত ফায়ার কন্ট্রোল রুমের ইন্সপেক্টর রাশেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি জানান, সাড়ে চার ঘণ্টার পর নিয়ন্ত্রণে আনলেও ফের নিয়ন্ত্রণের বাইরে চলে যায় গাজীপুরের চন্দ্রা এলাকায় ট্রপিক্যাল নিটিং নামে একটি সুতার কারখানায় লাগা আগুন। প্রাথমিক ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।
কালিয়াকৈর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার অপূর্ব বল জানান, গতকাল শুক্রবার রাত পৌনে একটার দিকে কারখানার পাঁচ তলা ভবনের তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস সদর দপ্তর, জয়দেবপুর, মির্জাপুর, সাভারের ইপিজেড ও কালিয়াকৈর ফায়ার স্টেশনের ১৩টি ইউনিটের কর্মীরা পাঁচ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ওই কারখানার বিপুল পরিমাণ সুতা ও ফেব্রিক্সসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে।
মতামত লিখুন :