Logo

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় পোশাক শ্রমিক নিহত

Fazlul Haque
মঙ্গলবার, আগস্ট ১৬, ২০১৬
  • শেয়ার করুন

নিজস্ব প্রতিনিধি : গাজীপুর সিটি করপোরেশনের নগপাড়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাসচাপায় মনির নামে এক সোয়েটার কারখানার শ্রমিক নিহত হয়েছেন।

নিহত মোহাম্মদ মনির দিনাজপুরের বিরল থানার নারাবাড়ি বাজার এলাকার মো. রমজান আলীর ছেলে।

নাওজোড় হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) মো. আরিফ হোসেন জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে মনির নগপাড়া এলাকার এবিসি চক্ষু হাসপাতালের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হচ্ছিলেন। এসময় ময়মনসিংহগামী দ্রুতগতির একটি বাস তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়।

মনির ওই এলাকায় বাসা ভাড়া থেকে স্থানীয় প্রোমেকার সোয়েটার কারখানায় চাকরি করতেন।