Logo

গুলশান ঘটনা গার্মেন্টস শিল্পে কোন প্রভাব ফেলবে না

Fazlul Haque
বুধবার, আগস্ট ১০, ২০১৬
  • শেয়ার করুন

নিজস্ব প্রতিনিধি : গুলশানের নারকীয় ঘটনায় বাংলাদেশের গার্মেন্টস খাতে কোন প্রভাব পড়েনি এবং ভবিষ্যতেও পড়বে না বলে জানিয়েছেন ইন্ডাস্ট্রি অল বাংলাদেশ কাউন্সিলের (আইবিসি) সভাপতি আমিরুল হক আমিন।

বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। আমিরুল হক আমিন জানান, বাংলাদেশ থেকে কোন ব্র্যান্ড বা বায়ার তাদের ব্যবসা হ্রাস বা গুটিয়ে নেবে না। ২২০ ব্র্যান্ডের সংগঠন একর্ড এ বিষয়ে আশ্বস্ত করেছে। যেকোন ধরনের দুর্ঘটনাকে কেন্দ্র করে গার্মেন্টস মালিক ও বায়াররা সুবিধা নেয়ার চেষ্টা করে বলে জানান আমিরুল হক আমিন। এক্ষেত্রে মালিকরা শ্রমিকদের দেরিতে মজুরি প্রদান এবং নিয়মিত ও বোনাস মজুরি প্রদান কমিয়ে দিতে চায়। আর বায়াররা চায় পণ্যের দাম কমিয়ে দিতে। এদিকে সবাইকে নজর রাখতে হবে।

সংবাদ সম্মেলনে মহাসচিব কুতুবউদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান আলেয়া আক্তার, গিয়াস উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।