ডেস্ক রিপোর্ট : পোশাক শিল্পকে রক্ষা করতে সন্ত্রাস ও জঙ্গীবাদ নির্মূল করতে হবে বলে মন্তব্য করেছেন নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান।
তিনি বলেন, এই শিল্পের সাথে প্রায় ৫০ লাখ শ্রমিক সরাসরি জড়িত। যার অধিকাংশই হচ্ছে নারী। জঙ্গিবাদের কারণে নারীদের কর্মস্থলের নিরাপত্তা আজকে হুমকির মুখোমুখি। ফলে নারীর স্বাধীনতা নিশ্চিত করতে হলে সন্ত্রাস ও জঙ্গিবাদকে সমাজ থেকে নির্মূল করতে হবে। এ কাজ কেবলমাত্র সরকারের একার নয়, সকল দেশপ্রেমিক জনগণের।
বৃহস্পতিবার বিকালে সেগুনবাগিচায় স্বাধীনতা হলে গার্মেন্টস শ্রমিক সমন্বয় পরিষদ এর উদ্যোগে ‘জঙ্গীবাদ ও সন্ত্রাস নির্মূলে করণীয়’ শীর্ষক এক আলোচনা সভায় সভাপতির বক্তব্য তিনি এসব কথা বলেন।
শাহজাহান খান বলেন, হলি আর্টিজান রেস্তোরায় নৃশংস জঙ্গি হামলায় নিহত ১৭ জন বিদেশিদের মধ্যে ৯ জনই ছিল গার্মেন্টস শিল্প ও গার্মেন্টস ব্যবসার সাথে সম্পর্কিত ব্যক্তিবর্গ। এ হত্যাকান্ডের পর বাংলাদেশের গার্মেন্টস শিল্পের উপর বিরূপ প্রভাব নিয়ে বিভিন্ন সংগঠন, প্রতিষ্ঠান, ব্যক্তিবর্গ তাদের মতামত তুলে ধরেছেন। বায়ারদের প্রতিনিধিত্বশীল প্রতিষ্ঠান একর্ড ও এলায়েন্স ইতিমধ্যে সকল প্রতিষ্ঠানকে আশ্বস্থ করে বলেছে, বাংলাদেশ থেকে কোনো ব্রান্ড বা বায়ার তাদের ব্যবসা গুটিয়ে নেয়ার কোনো পরিকল্পনা তাদের নেই।
তিনি আরো বলেন, এই শিল্পকে আরও সমৃদ্ধ ও উন্নয়নের দিকে এগিয়ে নেওয়ার জন্য শ্রমিক, মালিক, সরকার, ব্রান্ড, একর্ড, এলায়েন্স সহ সংশ্লিষ্ট সকল পক্ষকে একযোগে কাজ করতে হবে।
সন্ত্রাসী কর্মকাণ্ডের সুযোগ নিয়ে মিথ্যা, অজুহাত দেখিয়ে কোনো বিদেশি ক্রেতা বা ব্রান্ড যেন গার্মেন্টস পণ্যের মূল্য কমানোর চেষ্টা না করে সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন, শ্রমিক নেতা বদরুদ্দোজা নিজাম, আবুল হোসাইন, জেড.এম কামরুল আনাম, আমিরুল হক আমিন, রকিবুল ইসলাম পথিক, হারুনুর রশীদ, আলেয়া বেগম, হেদায়েতুল ইসলাম, সিরাজুল ইসলামসহ প্রমূখ।
মতামত লিখুন :