নিজস্ব সংবাদদাতা : সাভারে এক পোশাক শ্রমিক গণধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় ওই নারী নিজেই বাদি হয়ে সোমবার ভোরে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। তবে এ ঘটনায় এখন পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।
ধর্ষিতার পরিবার জানায়, ওই নারী সাভার বাজারের বাসস্ট্যান্ড এলাকার এসএম গার্মেন্টস নামে একটি পোশাক কারখানায় কাজ করেন। শনিবার গভীর রাতে কারখানার কাজ শেষে পৌর এলাকার শাহীবাগ মহল্লার ভাড়া বাড়িতে ফেরার সময় এলাকার মিন্টু তাকে ডেকে নিয়ে যায়। পরে শাহীবাগ মহল্লার পরিত্যাক্ত একটি বাড়িতে বখাটে যুবক উজ্জ্বলসহ আরও দুইজন তাকে ধর্ষণ করে। পরে বখাটেরা তার সঙ্গে থাকা টাকা ও মোবাইল ফোন নিয়ে চলে যায়।
সোমবার ভোরে ওই নারী এই ঘটনায় বাদী হয়ে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করেন। পরে পুলিশ ধর্ষিতাকে পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে পাঠায়।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান বলেন, প্রাথমিকভাবে ধর্ষণের সত্যতা পাওয়ায় সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তবে এখন পর্যন্ত বখাটে যুবকদের কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
মতামত লিখুন :