Logo

গাজীপুরে বাসা বাড়ীসহ ঝুটের গুদামে আগুন

Fazlul Haque
বুধবার, আগস্ট ৩, ২০১৬
  • শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : গাজীপুর মহানগরীর কোনাবাড়ির আমবাগ পশ্চিমপাড়া এলাকায় দুটি ঝুটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার রাত পৌনে আটটার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে।

13907079_1146944765367990_2984042316714165312_nগাজীপুরের জয়দেবপুর ও কালিয়াকৈর ফায়ার সার্ভিস সূত্র জানায়, আগুন লাগার খবর পেয়ে জয়দেবপুরের তিনটি ও কালিয়াকৈর স্টেশনের দুইটি ইউনিটের কর্মীরা আগুন নেভানোর কাজ শুরু করে।

স্থানীয় ব্যবসায়ী মাসুদ রানা জানান, রাত পৌনে আটটার দিকে ওই এলাকার রাজ্জাকের ঝুটের গুদামে হঠাৎ আগুন লাগে। পরে আগুন পাশে শরীফের ঝুটের গুদামে ছড়িয়ে পড়ে। এতে গুদাম দুটির ভেতরে থাক বিপুল পরিমাণ পরিত্যক্ত কাপড় ও ঝুট আগুনে সম্পূর্ণ পুড়ে যায়। এসময় গুদামের পাশে স্থানীয় বারেকের বাড়ির বেশ কিছু ঘর পুড়ে যায়।

সন্ধ্যা থেকে ওই এলাকায় বিদ্যুৎ না থাকায় আগুন লাগার শুরুতেই স্থানীয়রা নিজস্ব ব্যবস্থায় আগুন নেভাতে পারেনি। পরে রাত ৮টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভানোর কাজে যোগ দিলে রাত ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এবং হতাহতের কোনও খবর তাৎক্ষণিকভাবে জানা যায়নি।