Logo

আশুলিয়ায় পোশাক কারখানার জিএমকে কুপিয়ে জখম

Fazlul Haque
মঙ্গলবার, আগস্ট ২, ২০১৬
  • শেয়ার করুন

নিজস্ব প্রতিনিধি, আশুলিয়া : সাভারের আশুলিয়ায় একটি তৈরি পোশাক কারখানার জিএম হুমায়ন কবিরকে (৫৫) কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। সোমবার গভীর রাতে আশুলিয়া ইউনিয়নের শ্রীখন্ডদিয়া এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছে।

picture_137056

এ বিষয়ে আশুলিয়া থানার ওসি মোহসিনুল কাদির জানান, এটি ডাকাতি না অন্য কিছু বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

শ্রমিকরা জানান, গতকাল গভীর রাতে আশুলিয়া ইউনিয়নের শ্রীখন্ডদিয়া এলাকা দিয়ে আশুলিয়ার কাইচাবাড়ি এলাকার এ আর এমব্রয়ডারি ডিজাইন লিমিটেড কারখানার জিএম মাইক্রোবাস দিয়ে কাঠগড়া বাজারে ফিরছিলেন। পরে ওই রাস্তায় ব্যারিকেড দিয়ে ১০/১২ সদস্যের একদল ডাকাত দল তাদের গাড়ি আটক করে গাড়ির গ্লাস ভেঙ্গে পোশাক কারখানার জিএম হুমায়ন কবিরকে কুপিয়ে জখম করে নগদ সাত হাজার টাকা ও দুটি মোবাইল ফোন লুটপাট করে ডাকাতরা পালিয়ে যায়।

এ সময় ডাকাতরা ওই মাইক্রোবাসে থাকা কয়েকজন শ্রমিককে পিটিয়ে জখম করে। পরে অন্য শ্রমিকরা আহত কারখানার জিএমকে উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।