নিজস্ব প্রতিনিধি: দেশে যাত্রা শুরু করল আন্তর্জাতিক কুরিয়ার সেবা প্রদানকারী বানিজ্যিক প্রতিষ্ঠান এমআরএফ এয়ার এক্সপ্রেস সার্ভিসেস লিঃ। হংকং ভিত্তিক আন্তর্জাতিক কুরিয়ার সেবা প্রদানকারী প্রতিষ্ঠান স্পিড গ্লোব লিঃ এর সাথে যৌথ উদ্যোগে বাংলাদেশে কার্যক্রম পরিচালনা করবে প্রতিষ্ঠানটি। উল্লেখ্য স্পিড গ্লোব লিঃ বিশ্ব নন্দিত বহুজাতিক কোম্পানী গ্লোব ওয়ান এক্সপ্রেস এর একটি সহযোগী প্রতিষ্ঠান।
সোমবার রাজধানীর একটি হোটেলে প্রতিষ্ঠানটির উদ্বোধনী অনুষ্ঠানে এ ঘোষণা দেওয়া হয়।
মূলত বাংলাদেশ থেকে বহিঃবিশ্বে অথবা অন্যান্য দেশ থেকে বাংলাদেশে পণ্য প্রেরণের এবং আনয়নের সেবা প্রদান করবে এই প্রতিষ্ঠান। যে কোন বাণিজ্যিক প্রতিষ্ঠান পণ্য আমদানি কিংবা রপ্তানী করার ক্ষেত্রে এই সেবা গ্রহণ করতে পারবেন। তবে এ সেবা সর্বাধিক গৃহীত হয়ে থাকে গার্মেন্টস শিল্প এবং এ শিল্প ভিত্তিক বায়িং হাউজ সহ অন্যান্য প্রতিষ্ঠানের মাধ্যমে। বর্তমানে বাংলাদেশে ডিএইচএল, ফেডেক্স সহ আরো কিছু প্রতিষ্ঠান এই সেবা প্রদান করছে।
কোম্পানীর চেয়ারম্যান ও আন্তর্জাতিক অডিটিং কোম্পানী ইউরোসার্ট বাংলাদেশের দেশ প্রতিনিধি জনাব রাশেদুজ্জামান বলেন, “দীর্ঘ দিন ধরে গার্মেন্টস শিল্পের অডিটিং সেবার সঙ্গে যুক্ত রয়েছি। ইচ্ছা ছিল এই শিল্পের অন্য কোন সেবার সাথে যুক্ত হওয়ার। সেই ইচ্ছা থেকেই মূলত এই ব্যবসার সাথে সম্পৃক্ত হওয়া। ইতিমধ্যে আমরা এক ঝাঁক দক্ষ এবং অভিজ্ঞ কর্মী নিয়োগ করেছি। আমাদের সততা, একনিষ্ঠতা, দক্ষতা এবং শ্রমের মাধ্যমে গ্রাহকগণকে সর্বোচ্চ সেবা দিতে আমার বদ্ধ পরিকর।”
কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক জনাব মামুনুর রশিদ বলেন, “আমি দীর্ঘ দিন যাবৎ অন্য কয়েকটি আন্তর্জাতিক কুরিয়ার কোম্পানীর সঙ্গে যুক্ত ছিলাম। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে সর্বোচ্চ নির্বিঘ্ন সেবা প্রদান করার উদ্দেশ্যে আমরা যাত্রা শুরু করেছি। সবার সহযোগিতায় আমরা বাংলাদেশে আন্তর্জাতিক কুরিয়ার সেবায় নতুন মাত্রা যোগ করতে পারব ইনশাআল্লাহ।”
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন গ্রুপ অফ কোম্পানীর মালিক এবং উর্ধ্ধতন কর্মকর্তাবৃন্দ বলেন, গার্মেন্টস শিল্প ব্যাবসার একটি আবশ্যকিয় অংশ এয়ারের মাধ্যমে গার্মেন্টস ও এর বিভিন্ন অনুষঙ্গিক পণ্য দেশের বাইরে আদান প্রদান করা। এই সেবা নিতে গিয়ে অনেক সময় কোম্পানী গুলোর অব্যবস্থাপনার কারনে সঠিক সময়ে ডেলিভারির ক্ষেত্রে বিঘ্নতার সৃষ্টি হয়। এমআরএফ এয়ার এক্সপ্রেস সার্ভিসেস লিঃ এর যাত্রার মাধ্যমে বাংলাদেশে আন্তর্জাতিক কুরিয়ার সেবা প্রদান সেক্টরে আধিপাত্য সৃষ্টিকারী অন্য কয়েকটি কোম্পানীর দৌরাত্ম কমবে। শিল্প কারখানা মালিকদের বিকল্প পছন্দের সুযোগ বাড়বে। এই প্রতিষ্ঠান যদি সঠিক এবং সর্বোচ্চ সেবা দিতে পারে তাহলে তা এদেশের গার্মেন্টস শিল্প ব্যবসাকে সহজ ও ত্বরান্বিত করবে। তারা সদ্য যাত্রা শুরু করা প্রতিষ্ঠানটির উন্নতি এবং সমৃদ্ধির জন্য শুভ কামনা জ্ঞাপন করেন।
এই কোম্পানীর সেবা নিতে উচ্ছুক গ্রাহকগণ যোগাযোগ করতে পারবেন:
বাংলাদেশ অফিস:
বাড়ি: ৪/১ (লেভেল:৬), রোড: ২/বি, সেক্টর: ১১, উত্তরা, ঢাকা।
হটলাইন নাম্বার: +৮৮ ০১৯৭১২৪৪৫৪৪-৬৪ (২৪ঘন্টা/৭দিন)
ইমেইল: [email protected] অথবা [email protected]
স্কাইপি: mamun.muhir2 অথবা r.zaman478
ওয়েব: www.mrfexpress.com
হংকং অফিস:
RM 17, 3/F, THRIVING INDUSTRIAL CENTRE,
26-38 SHA TSUI ROAD, TSUEN WAN,
Hong Kong.
TEL: +852 3706 8124 FAX:+852 3956 4759
Email: [email protected]
মতামত লিখুন :