Logo

মানুষ মানুষের জন্য, বন্যার্ত অসহায় মানুষের পাশে দাঁড়ান

Fazlul Haque
রবিবার, জুলাই ৩১, ২০১৬
  • শেয়ার করুন

ফজলুল হক, নিজস্ব প্রতিবেদক : সারা দেশে বন্যা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। যার ফলে মানবেতর জীবন-যাপন করছে লক্ষাধিক পরিবার। নদীর পানির অব্যাহত চাপে হুমকির মুখে বন্যা নিয়ন্ত্রণ বাঁধগুলো। পরিস্থিতির চরম অবনতি হওয়ায় অনেক স্থানে বন্যার্তরা বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিচ্ছেন। যমুনা, ব্রহ্মপুত্র তিস্তাসহ বিভিন্ন নদ-নদীর অব্যাহত পানিবৃদ্ধির কারণে বিভিন্ন জেলার চরাঞ্চলের লক্ষাধিক পরিবার চরম দুর্গতিতে পড়েছে ।

Untitled-2

যমুনা নদীর পানি বিপদসীমার ১১৬ সে.মি. উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যেটা ১৯৮৮ সালের বন্যায় ছিল ১২৫ সে.মি.। অর্থাৎ ১৯৮৮ সালের পর এবছরই এমন বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে পানি। ১৯৯৪ সালের পর এবারই বাংলাদেশের উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। কয়েক লক্ষ লোক পানি বন্দী হয়ে আছে উত্তরের অন্তত সাতটি জেলায়। গাইবান্ধা,বগুড়া, সিরাজগঞ্জ,টাঙ্গাইল এবং নেত্রকোনাকে বন্যা কবলিত এলাকা বলে চিহ্নিত করেছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

[metaslider id=2419]

প্রবল বন্যার সাথে কোথাও কোথাও যোগ হয়েছে ব্যাপক নদী ভাঙনের। দিশেহারা হয়ে পড়েছে কয়েক লাখ পানিবন্দি মানুষ। বাড়ী ঘর ছেড়ে আশ্রয় নিয়েছে রাস্তা কিংবা বাধের ধারে। গবাদী পশু আর মানুষের সহঅবস্থান দেখা যাচ্ছে সর্বত্র। দরিদ্র অসহায় মানুষগুলোর জীবকা বন্ধ হয়ে গেছে। আবার  অনেকের গোলায় ধান-চাল আছে। রান্না করার সুযোগ নেই, বাড়ি ঘরে অথৈই পানি। খেতে পারচ্ছে না। না খেয়ে দিন অতিবাহিত করছে তারা। বিশুদ্ধ পানির অভাবে পান করতে হচ্ছে বন্যার দুষিত পানি। পানিবাহিত রোগের পাদুর্ভাব দেখা যাচ্ছে অনেক অঞ্চলে। এজন্য বন্যার্তদের মাঝে চলছে ত্রানের জন্য হাহাকার। শুকনো খাবার ও বিশুদ্ধ পানির বিশেষ প্রয়োজন।

বন্যার্তরা বিশুদ্ধ পানি, জ্বালানি, গোখাদ্য ও ওষুধপত্রের সঙ্কটে পড়েছে। সরকারিভাবে অনেক এলাকায় ত্রাণসহায়তা প্রদান করা হলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। বন্যার্ত অসহায় মানুষগুলো ত্রাণের আশায় তাকিয়ে রয়েছে।সরকারী ত্রানের পাশাপাশি ব্যক্তি/বেসরকারী সাহার্য্য সংস্থার গুলোর এগিয়ে আসার অনুরোধ জানিয়েছেন সুধী মহল।

ইতিমধ্যে বন্যার্ত অসহায় মানুষদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণের উদ্যোগ নিয়েছে পোশাক শিল্প নির্ভর অনলাইন নিউজ পোর্টাল “দি আরএমজি টাইমস”। আরএমজি টাইমস পরিবার বন্যার্তদের মাঝে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, পানি বাহিত রোগের ঔষধ, শুকনো খাবারসহ প্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণ করবে। বন্যার্ত দুস্থ মানুষের পাশে দাড়াতে আরএমজি টাইমসের উদ্যোগে সহযোগিতা প্রত্যাশা করেছেন দি আরএমজি টাইমস সম্পাদক আব্দুল আলিম।

তিনি বলেন, বন্যার্ত অসহায় মানুষগুলো এখন নিরুপায়। ত্রাণের জন্য সর্বত্র হাহাকার চলছে। আরএমজি টাইমসের এই উদ্যোগে সকলে সহযোগিতার হাত বাড়িয়ে দিলে আমরা সর্বোচ্চ সংখ্যক বন্যার্ত মানুষের মাঝে ত্রাণ সহযোগিতা পৌছে দিতে পারবো। ৫০/১০০/২০০/৫০০/১০০০/৫০০০ সহযোগিতার পরিমাণ যাই হোক, সবাইকে এগিয়ে আসার অনুরোধ করছি।

তিনি সমাজের বিত্তবান মানুষ ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের কর্ণধারদের দৃষ্টি আকর্ষণ করে বন্যার্ত মানুষদের জন্য সহযোগিতা চেয়েছেন। তিনি বলেন, মানুষ মানুষের জন্য। বন্যার্ত অসহায় মানুষগুলোর পাশে দাড়ান। নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিন।

তিনি জানান, ফেসবুকে “বন্যার্তদের পাশে আমরা” প্রতিপাদ্যে একটি ইভেন্ট করা হয়েছে। আরএমজি টাইমসের উদ্যোগে সামিল হতে চাইলে ফেসবুকে কিংবা ০১৭১৯৭৫৫১৬২ এই নাম্বার (ফজলুল হক, নিজস্ব প্রতিবেদক) যোগাযোগ করতে বলা হয়েছে।

“বন্যার্তদের পাশে আমরা” ইভেন্টে অনুদান করতে চাইলে আরএমজি টাইমসের ব্যাংক একাউন্ট কিংবা বিকাশ করে দেয়া যাবে।

A/C Name : The RMG Times
A/C No. 1401784042001
The City Bank Limited
Sonaragaon Janapath Road, Uttara

বিকাশ : 01719755162 (Personal)

ইভেন্ট লিংক : https://www.facebook.com/events/1723480691246146/