কামরাঙ্গীরচরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড, ৬ শ্রমিক দগ্ধ
Fazlul Haque
শনিবার, জুলাই ২৩, ২০১৬
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর কামরাঙ্গীরচরের আলীনগর এলাকায় একটি তৈরি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় ছয় শ্রমিক দগ্ধ হয়েছেন। শনিবার (২৩ জুলাই) ভোর ৪টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডে দগ্ধ ছয়জন হলেন- নাজমুল (১৯), সুমন (১৮), শাকিল (১৮), মনির (১৬), আশিক (১৪) ও সজিব হাসান (১৪)। ফায়ার সার্ভিস সদর দফতরের দায়িত্বরত কর্মকর্তা ভজন সরকার জানান, বৈদ্যুতিক গোলযোগের কারণে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার আগেই আগুন নিভে যায়।
দগ্ধরা বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটের চিকিৎসাধীন।
ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটের আবাসিক আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল জানান, দগ্ধ নাজমুলের ৫২ শতাংশ, সুমনের ৫৮ শতাংশ, শাকিলের ৭২ শতাংশ, মনিরের ৪৮ শতাংশ,আশিকের ২০ শতাংশ ও সজিব হাসানের ৬৫ শতাংশ পুড়ে গেছে। তাদের সবার অবস্থাই আশঙ্কাজনক।
মতামত লিখুন :