নিজস্ব প্রতিনিধি : রাজধানীর দক্ষিণখান থেকে সাবিহা আক্তার (২৬) নামে এক পোশাক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৮ জুলাই) দিনগত রাত ৩টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।
সোমবার (১৮ জুলাই) সকাল ১০টার দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য পুলিশ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠায়।
দক্ষিণখান থানার উপ-পরিদর্শক (এসআই) কাওছার আহমেদ জানান, খবর পেয়ে দক্ষিণখানের কাউলার নয়াবাড়ি এলাকার একটি বাসা থেকে নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
মৃত নারীর স্বামী আব্দুল মান্নানের বরাত দিয়ে এসআই বলেন, সাবিহা স্থানীয় একটি পোশাক কারখানার শ্রমিক ছিলেন। রাতের কোনো এক সময় ঘরের ফ্যানের সঙ্গে রশি দিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
মতামত লিখুন :