Logo

বেতন ও পূর্ণ বোনাসের দাবীতে নারায়নগঞ্জে গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের মানববন্ধন

Fazlul Haque
শুক্রবার, জুন ২৪, ২০১৬
  • শেয়ার করুন

নিজস্ব সংবাদদাতা : ২০ রমজানের মধ্যে শ্রমিকদের জুন মাসের বেতন ও পূর্ণ বোনাস প্রদানের দাবীতে মানব বন্ধন করেছেন গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট গাবতলী-পুলিশ লাইন শাখার। বৃহস্পতিবার বিকাল ৫টায় পুলিশ লাইনে মানব বন্ধন অনুষ্ঠিত হয়।

গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট গাবতলী-পুলিশ লাইন শাখার সভাপতি সাইফুল ইসলাম শরীফের সভাপতিত্বে মানব বন্ধনে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি আবু নাঈম খান বিপ্লব, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি সেলিম মাহমুদ, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম গোলক, গাবতলী-পুলিশ লাইন শাখার সাধারণ সম্পাদক হাসনাত কবীর, সহ-সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, মোহাম্মদ সুমন।

মানব বন্ধনে নেতৃবৃন্দ বলেন, প্রতি বছর ঈদ আসলে গার্মেন্টস শ্রমিকদের বেতন-বোনাস নিয়ে মালিকেরা টালবাহানা করা শুরু করে। শ্রমবিধিমালায় বোনাসের কথা বলা হলেও কত টাকা বোনাস হবে তা বলা নেই। ফলে মালিকেরা কোথাও হাফ বোনাস অথবা বকশীষ হিসাবে কিছু টাকা দেয়। অনেকে আবার দেয়ও না। এ টাকা দেয়া হয় ঈদের একদিন আগে। ফলে এটা কার্যত শ্রমিকের তেমন কোন উপকারে আসে না। সে বাড়ীও যেতে পারে না বা গেলেও কেনাকাটা করতে পারে না। সরকারের পক্ষ থেকে বেতন বোনাসের ঘোষনা থাকলেও আইন না থাকায় মালিকেরা তা মানে না। ফলে ঈদের আগে শিল্পাঞ্চলগুলোতে চরম অসন্তোষ দেখা দেয়।

নেতৃবৃন্দ বলেন, ঈদ যেহেতু জুনের প্রথম সপ্তাহে তাই শ্রমিকদের ঈদের আগে জুন মাসের পুরো বেতন প্রাপ্য। সরকারী কর্মকর্তা বা কর্মচারীদের যে হারে বোনাস দেয়া হয় অর্থাৎ পূর্ণ বোনাস গার্মেন্টস শ্রমিকদের দিতে হবে। জুন মাসের বেতন ও পূর্ণ বোনাস ২০ রমজানের মধ্যে পরিশোধ করতে হবে। ঈদের বেতন বোনাস ঠিকমত না দেয়া হলে যে কোন অস্থিতিশীল পরিস্থিতির জন্য সরকার ও মালিক কর্তৃপক্ষ দায়ী থাকবে।