ডেস্ক রিপোর্ট : জাতীয় উদ্যোগ, অ্যাকর্ড এবং এ্যালায়েন্সের তত্ত্বাবধানে রপ্তানিমুখী ৩৯টি কারখানাসহ বিভিন্ন কারণে মোট ৭৯০টি ফ্যাক্টরি বন্ধ রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
আজ সোমবার সকালে দশম জাতীয় সংসদের একাদশতম অধিবেশনে এ কে এম মাঈদুল ইসলামের টেবিলে উত্থাপিত প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী একথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, দেশে বর্তমানে ৫ হাজার ১৯০টি গার্মেন্ট ফ্যাক্টরি রয়েছে। তার মধ্যে ৪ হাজার ৮৩৪টি রপ্তানিমুখী গার্মেন্টস ফ্যাক্টরি আছে। এ সকল ফ্যাক্টরি তাদের সক্ষমতা অনুযায়ী উৎপাদন চালিয়ে যাচ্ছে।’
মন্ত্রী জানান, জাতীয় উদ্যোগ, অ্যাকর্ড ও অ্যালায়েন্সের তত্ত্বাবধানে রপ্তানিমুখী ৩ হাজার ৭৪৬টি গার্মেন্টস ফ্যাক্টরির অগ্নি, বৈদ্যুতিক ও কারখানা ভবনের প্রাথমিক নিরাপত্তা যাচাই সম্পন্ন করেছে। যাচাইকালে নিরাপত্তাজনিত কারণে ৩৯টি কারখানা সম্পূর্ণরুপে এবং ৪২টি কারখানা আংশিক বা বন্ধ করা হয়েছে।
জাতীয় উদ্যোগ, অ্যাকর্ড ও অ্যালায়েন্সের তত্ত্বাবধানে রপ্তানিমুখী ৩৯টিসহ কারখানাসহ অন্যান্য কারণে ৭৯০টি কারখানা বন্ধ রয়েছে বলে উল্লেখ করেন তিনি।
সংরক্ষতি নারী এমপি বেগম হাজেরা খাতুনের টেবিলে উত্থাপিত প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধিতে সরকারের গৃহীত পদক্ষেপগুলো তুলে ধরে বলেন, সরকারের গৃহীত রেমিট্যান্সবান্ধব এসব পদক্ষেপের ফলে দেশে রেমিট্যান্স প্রাপ্তি উত্তরোত্তর বৃদ্ধি পেয়ে ২০১৪-২০১৫ অর্থবছরে দাঁড়িয়েছে ১৫ হাজার ৩১৬ দশমিক ৯১ মিলিয়ন মার্কিন ডলারে, যা বাংলাদেশি মুদ্রায় ১ হাজার ১৮৯ দশমিক ৯৩ বিলিয়ন টাকা।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, এপ্রিল, ২০১৬ পর্যন্ত দেশে বর্তমান বৈদেশিক মুদ্রার রিজার্ভ প্রায় ২৯ দশমিক ১১ বিলিয়ন মার্কিন ডলার।
বেগম ওয়াসিকা আয়শা খানের অপর এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, ২০১৪-২০১৫ অর্থবছরের মোট রপ্তানি আয় ২৫ হাজার ৪৯১ দশমিক ৪০ মিলিয়ন মার্কিন ডলার। ২০১৫-২০১৬ অর্থবছরের ১০ মাসে (জুলাই-মে) রপ্তানি আয় হয়েছে ২৩ হাজার ৭৬২ দশমিক ৯৫ মিলিয়ন মার্কিন ডলার।
নিজাম উদ্দিন হাজারীর অপর এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী জানান, চলতি অর্থবছরের ১ জুলাই থেকে মে, ২০১৬ পর্যন্ত ৩০ দশমিক ৬৬ বিলিয়ন মার্কিন ডলারের পণ্য রপ্তানি করা হয়েছে। গত অর্থবছরের একই সময়ের তুলনায় যা ৮ দশমিক ৯৫ শতাংশ বেশি।
মতামত লিখুন :