Logo

শ্রমিক অসুস্থ হওয়ায় পোশাক কারখানা ছুটি ঘোষণা

Fazlul Haque
শনিবার, জুন ১১, ২০১৬
  • শেয়ার করুন

নিজস্ব সংবাদদাতা : গাজীপুরের কোনাবাড়ী এলাকায় ফ্রেন্ডস নীটওয়্যার অ্যান্ড এক্সেসরিস লিমিটেড পোশাক কারখানায় হঠাৎ ২০ শ্রমিক অসুস্থ হওয়ায় কারখানা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শনিবার (১১ জুন) সকালে এ ঘটনা ঘটে।

শ্রমিক সূত্রে জানা গেছে, সকাল ৬টার দিকে ওই কারখানার প্রায় ৩শ’ শ্রমিক কাজে যোগ দেয়। সকাল সাড়ে ৮টার দিকে নারী শ্রমিক রিনা খাতুন (৩৬) বাথরুম যান। এসময় হঠাৎ চিৎকার শুনে অন্য শ্রমিকরা গিয়ে দেখেন রিনা খাতুনের নাক-মুখ দিয়ে রক্ত বের হচ্ছে। এক পর্যায়ে ওখানে থাকা আরো প্রায় ২০ শ্রমিক অসুস্থ হয়ে পড়ে। পরে তাদের উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়। এ ঘটনায় কারখানা ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

কারখানার শ্রমিক মো. ইউসুফ ও জাহিদ হাসান  জানান, শনিবার (০৪ জুন) ওই কারখানার কয়েকজন শ্রমিক হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন। এ বিষয়ে কারখানার কর্মকর্তাদের জানালে এটা কোনো সমস্যা নয় বলে জানান তারা।

কারখানার ব্যবস্থাপনা পরিচালক মো. ইমরান আলী জানান, শ্রমিকরা গত শুক্রবার (০৩ জুন) ছুটি চেয়েছিলো। ছুটি না দেওয়ায় হয়তো তারা (শ্রমিক) এমন অসুস্থতার অভিনয় করছে। রমজান মাস থাকায় সকাল ৬টা থেকে বিকেল ৩টা পর্যন্ত শ্রমিকদের কাজ করানো হয়।

কোনাবাড়ী শিল্প পুলিশের পরিদর্শক আবদুল খালেক জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।