আসাদুজ্জামান, নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় শুক্রবার হাসান তানভীর ফ্যাশন ওয়্যার লিমিটেড নামক পোশাক কারখানায় ভাঙচুর ও বিক্ষোভ করেছে পোশাক শ্রমিকরা। পরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করার সময় পুলিশের লাঠিচার্জে অন্তত ২০ শ্রমিক আহত হয়েছেন। শ্রমিক পুলিশ ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় ৪/৫ জন পুলিশ সদস্যও আহত হয়েছেন।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, সকাল ৮টার দিকে হাসান তানভীর ফ্যাশন ওয়্যার লিমিটেড কারখানার শ্রমিকরা কাজে যোগ দিতে আসে। পরে, মালিক পক্ষ শ্রমিকদের গত মাসের বেতন অর্ধেক দিতে চাওয়ায় শ্রমিকরা প্রতিবাদ করে। এতে, তাদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে কারখানার জানালার কাঁচ ও আসবাবপত্র ভাঙচুর করে। এক পর্যায়ে শ্রমিকরা জয়দেবপুর-চৌরাস্তা সড়ক অবরোধ করে বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করে।
এসময়, ওই সড়কে প্রায় দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে, পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলে পুলিশ ও শ্রমিকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে, শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে।
পরে পুলিশ পরিস্থিতি শান্ত করতে লাঠি চার্জ, রাবার বুলেট ও কাঁদানে গ্যাস ছুঁড়ে পরিস্থিতি শান্ত করে।
শ্রমিকদের ইটপাটকেলের আঘাতে গাজীপুর শিল্প পুলিশের উপ-পরিচালক মো. মাহফুজ আফজালসহ কয়েক পুলিশ সদস্যও আহত হয়েছেন বলে জানা গেছে।
গাজীপুর শিল্প পুলিশের উপ-পরিচালক মো. মাহফুজ আফজাল আরএমজি টাইমসকে জানান, আগামী রবিবার শ্রমিকদের বেতন পরিশোধ করা হবে বলে মালিকপক্ষ আমাদের জানিয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
মতামত লিখুন :