নিজস্ব সংবাদদাতা : নারায়নগঞ্জের সিদ্ধিরগঞ্জে আসাদুজ্জামান বাবু (২৭) নামে এক গার্মেন্টস কর্মীকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। অপহরণকারীরা অপহৃত’র পরিবারের কাছে মুক্তিপনের টাকা দাবি করছে।
বৃহস্পতিবার দুপুরে অপহৃত বাবুর স্ত্রী কাকলি এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন। অপহৃত বাবু জেলার সিদ্ধিরগঞ্জ থানার মিজমিজি পাগলা বাড়ি এলাকার আব্দুল হকের ছেলে। সে সিদ্ধিরগঞ্জ পুলে ওসমান গ্রুপে কোয়ালিটি ম্যান হিসেবে কর্মরত ছিল।
অপহৃত বাবুর স্ত্রী কাকলি জানান, বুধবার সন্ধ্যায় বাবুকে সিদ্ধিরগঞ্জ পুল এলাকা থেকে অজ্ঞাত দুর্বৃত্তরা অপহরণ করে নিয়ে যায়। এরপর তারা তাকে ফোন করে বাবুর মুক্তিপন হিসেবে টাকা দাবি করে বিভিন্ন জায়গায় টাকা নিয়ে যেতে বলে। ঘটনাটি পুলিশকে অবহিত না করার জন্যও তাকে হুমকি দেয় অপহরণকারীরা।
সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (ওসি) মোঃ সরাফত উল্লাহ অভিযোগের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বিষয়ে তদন্ত চলছে। পাশাপাশি বাবুকে উদ্ধারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে
মতামত লিখুন :