Logo

গাজীপুরে চন্দ্রায় পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে, বিপুল ক্ষয়ক্ষতি

Fazlul Haque
শনিবার, জুন ৪, ২০১৬
  • শেয়ার করুন

নিজস্ব সংবাদদাতা : গাজীপুরের কালিয়াকৈর উপজেলার নূর গ্রুপের একটি তৈরী পোশাক কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের মোট ১০টি ইউনিট প্রায় ৬ ঘন্টা চেষ্টার পর বিকেল ৬টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

yj-1

আজ দুপুর ১২টার দিকে উপজেলার চন্দ্রা এলাকার নূর গ্রুপের রাইয়ান নীট কম্পোজিট লিঃ নামের তৈরী পোশাক কারখানায় অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস, পুলিশ, কারখানা কর্তৃপক্ষ ও শ্রমিক সূত্রে জানা যায়, নূর গ্রুপের ওই কারখানার ৬ তলা ভবনের দ্বিতীয় তলার কাটিং সেকশনের স্টোর রুমে প্রথমে আগুনের সূত্রপাত ঘটে। কারখানার শ্রমিকরা নিজস্ব ব্যবস্থায় প্রথমে আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হলে ফায়ার সার্ভিসে খবর দেয়।

খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নেভানোর চেষ্টা চালায়। পরে আগুনের লেলিহান শিখা ওই ফ্লোরের কাটিং সেকশনের গুডাউনে থাকা ফেব্রিক্সে ছড়িয়ে পড়ে। পরে ডিইপিজেড, জয়দেবপুর, টঙ্গী ও মির্জাপুরের মোট ১০টি ইউনিট প্রায় ৬ ঘন্টা চেষ্টার পর বিকেল ৬টার দিকে আগুন নিণয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনের ওই কারখানার গুডাউনে থাকা গ্রে ফেব্রিক্স, ফিনিশ ফেব্রিক্স ও ইয়ার্ন পুড়ে যায়।

আগুন নেভাতে গিয়ে ওই কারখানার এসি অপারেটর মোস্তাফিজ, মেকানিক আশরাফ, এইচআর এডমিন নূর নবী, কোয়ালিটি ইনচার্জ বিল্লাল হোসেন, সুইং সুপারভাইজার হারুন-অর-রশিদ, সুইং ফ্লোর ইনচার্জ শাহিন, সুইং লাইনচিপ জনি সহ প্রায় বেশ কয়েকজন শ্রমিক আহত হয়। এদের মধ্য থেকে আশংকাজনক অবস্থায় জনি ও শাহিনকে মির্জাপুরের কুমুদিনী হাসপাতাল সহ অন্যান্যদের সাভার এনাম মেডিকেল কলেজ ও হাসপাতাল, কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

এছাড়া আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের ৭কর্মী আহত হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় জানাতে পারেনি।

এদিকে, অগ্নিকান্ডের সূত্রপাত জানাতে পারেনি ফায়ার সার্ভিস। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক গোলযোগের কারণে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে থাকতে পারে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে জানা যায়নি।

কারখানার জেনারেল ম্যানেজার (এডমিন) এ কে এম জহিরুল হক জানান, অগ্নিকান্ডে ওই গুডাউনে থাকা বিভিন্ন ফেব্রিক্স সহ মূল্যবান মালামাল পুড়ে যায়। ক্ষতির পরিমাণ এখনো নির্ণয় করা সম্ভম হয়নি।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মোঃ আক্তারুজ্জামান লিটন জানান, দুপুর ১২টার দিকে ওই কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুন নেভাতে ফায়ার সাভিসের কালিয়াকৈর, জয়দেবপুর, টঙ্গী, ডিইপিজেড ও মির্জাপুর সহ মোট ১০টি ইউনিট ঘটনাস্থলে পৌছে ৬ ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

এছাড়া আগুনের সূত্রপাত সম্পর্কে সঠিকভাবে বলা যাচ্ছেনা। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।