ডেস্ক রিপোর্ট : বন্দনগরী চট্টগ্রামের বায়েজিদ বোস্তামি থানা এলাকা থেকে বন্ড সুবিধায় আনা গার্মেন্টস পণ্য খোলাবাজারে বিক্রির সময় পোশাক তৈরির কাপড়ের রোলসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার দুপুরে গোপন সূত্রে তথ্য পেয়ে বায়েজিদ বোস্তামি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহসিনের নেতৃত্বে অভিযান চালিয়ে অর্ধকোটি টাকা মূল্যের এই বিপুল পরিমাণ গার্মেন্টস পণ্য আটক করা হয়। এই ঘটনায় গ্রেপ্তারকৃতরা হলো পণ্যের ক্রেতা মো. রাশেদ (৩৬), ব্রোকার মো. ফারুক (৩৩) ও কাভার্ডভ্যান চালক মো. ইয়াসিন (২৮)।
বায়েজিদ বোস্তামি থানার ওসি মোহাম্মদ মহসিন জানান, চট্টগ্রামের সিজার টেক্সটাইল নামের একটি প্রতিষ্ঠান বন্ড সুবিধার আওতায় শুল্কমুক্ত সুবিধা নিয়ে গার্মেন্টস পণ্য তৈরির জন্য কাপড় আমদানি করে। কিন্তু এসব কাপড় দিয়ে রপ্তানিযোগ্য পোশাক তৈরি না করে অবৈধভাবে চট্টগ্রামের টেরিবাজারে খোলা বাজারে বিক্রি করে দেয় সিজার টেক্সটাইল।
গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে একটি কাভার্টভ্যানসহ ১১৮টি কাপড়ের রোল আটক করা হয়। আটককৃত কাপড়ের আনুমানিক মূল্য প্রায় ৫০ লাখ টাকা। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে ওসি জানান।
মতামত লিখুন :