ফজলুল হক, নিজস্ব প্রতিনিধি : নারায়নগঞ্জে পোশাক শিল্প কারখানায় কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও নিরাপত্তা ঝুঁকি নিরুপন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল নয়টায় নারায়নগঞ্জের মেলা ফুড ভিলেজের মিলনায়তনে দিনব্যাপি কর্মশালাটি অনুষ্ঠিত হয়। প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে প্রশিক্ষণটির আয়োজন করে বাংলাদেশ কমপ্লায়েন্স প্রফেসনালস সোসাইটি (বিসিপিএস)।
লিড ট্রেইনার হিসেবে প্রশিক্ষণটি পরিচালনা করেন আমেরিকা ভিত্তিক আইএসও সার্টিফিকেশন কোম্পানী সাসটেইবেল ম্যানেজমেন্ট সিস্টেম ইনক. এর প্রধান নির্বাহী মোঃ আব্দুল আলিম। প্রশিক্ষণে বিসিপিএস এর সদস্যবৃন্দ এবং বিভিন্ন পোশাক কারখানার কমপ্লায়েন্স অফিসার, এইচআর এডমিন ও প্রশাসনিক কর্মকর্তাসহ প্রায় ৭০জন অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র প্রদান করা হয়।
[metaslider id=1759]
প্রধান প্রশিক্ষক আব্দুল আলীম আরএমজি টাইমসকে জানান, পোশাক কারখানায় পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা ঝুঁকি সম্পর্কে আমরা এখনও যথেষ্ট অবগত নই। কর্মস্থলে ভিন্ন ভিন্ন সেকশন/কাজে ভিন্ন ভিন্ন স্বাস্থ্য ও নিরাপত্তা ঝুঁকি রয়েছে। এই ঝুকি বিভিন্ন কারখানায় বিভিন্ন ধরনের হয়। কোন ঝুকিঁ কতোটা ভয়াবহ, এটি নিরুপণ ও প্রতিকার/প্রতিরোধ এর জন্য করণীয় আমাদের জানা অত্যন্ত জরুরী। আজকের কর্মশালায় চেষ্টা করেছি, এই বিষয়টি অংশগ্রহণকারীদের মাঝে পরিষ্কারভাবে তুলে ধরার জন্য যাতে তারা তাদের কারখানায় কাজে লাগাতে পারে। পোশাক কারখানায় পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তার কি কি ঝুকিঁ রয়েছে, কোন ঝুঁকিতে কোন ধরণের দুর্ঘটনা ঘটতে পারে, দুর্ঘটনা ঘটার সম্ভাব্যবতা ও প্রবলতা ইত্যাদি খুজে বের করে কিভাবে তা প্রতিকার ও প্রতিরোধ করা যায় এসব বিষয়ই ছিল আজকের প্রশিক্ষণের মুল আলোচ্য বিষয়। আমি প্রত্যাশা করছি, অংশগ্রহণকারীরা নতুন কিছু শিখতে পেরেছেন।
তিনি বিসিপিএস এর আয়োজনের প্রশংসা করে বলেন, বর্ষপূর্তিতে নারায়ণগঞ্জে প্রথমবার এমন একটি প্রশিক্ষনের আয়োজন করে তারা প্রমাণ করেছে যে, তারা এই সেক্টরের কমপ্লায়েন্স প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে। প্রতিটি শিল্প এলাকায় এ ধরনের প্রশিক্ষণ আয়োজনের উদ্যোগ নিলে আমাদের মানবসম্পদ উন্নয়নে ও কারখানার সার্বিক পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করা অনেক সহজ হতো বলে তিনি উল্লেখ করেন।
প্রশিক্ষণ অনুষ্ঠানে বিসিপিএস এর সভাপতি নাঈম হোসাইন ও সাধারণ সম্পাদক রাশেদ খানসহ সংগঠনের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংগঠনের সভাপতি তার স্বাগত বক্তব্যে বলেন, পোশাক কারখানায় কমপ্লায়েন্স নিশ্চিত করতে বিসিপিএস নিরলসভাবে কাজ করে চলেছে। আজকের প্রশিক্ষণটি প্রতিটি কমপ্লায়েন্স ও প্রশাসনিক কর্মকর্তাদের জন্য খুবই জরুরী ছিল।
এসময় তিনি প্রশিক্ষণটির আয়োজনে সহযোগিতাকারী প্রতিষ্ঠান ও প্রধান প্রশিক্ষক আব্দুল আলিমকে বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।
প্রশিক্ষণ কর্মশালাটি আয়োজনে সহযোগিতা করে ফায়ার প্রোটেকশন কো., বিডি সাইন, থ্রিআর এনভায়রনমেন্টাল কনসাল্টিং এবং ইঞ্জিনিয়ারিং ও কনস্ট্রাক্টশন প্রতিষ্ঠান সেফ।
কর্মশালায় মিডিয়া পার্টনার ছিল দি আরএমজি টাইমস।
মতামত লিখুন :