নিজস্ব প্রতিনিধি : দ্রব্যমূল্যের উর্ধ্বগতি নিয়ন্ত্রণে র্যাবকে দায়িত্ব প্রদান, ৫০ শতাংশ আপদকালীন মহার্ঘ্য ভাতা চালু, আসন্ন বাজেটে শ্রমিকদের রেশনিং ও ডরমেটরি খাতে প্রয়োজনীয় বরাদ্দের দাবি জানিয়েছে সমমনা গার্মেন্টস শ্রমিক সংগঠন সমূহ।
শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে সমমনা গার্মেন্টস শ্রমিক সংগঠন সমূহের আয়োজনে এক বিক্ষোভ সমাবেশ ও লাল পতাকা মিছিলে এসব দাবি জানানো হয়।
সমাবেশে বক্তারা বলেন, ‘পোশাক শিল্পে বর্তমানে দীর্ঘ কর্মঘণ্টা, সাপ্তাহিক ছুটির দিনে কাজ করানো, প্রডাকশনের নামে অমানবিক টার্গেট, অবৈধ চাকুরীচ্যুতি, নির্ধারিত সময়ে মজুরি না দেয়াসহ অনেক সমস্যা রয়েছে। প্রতিনিয়ত গার্মেন্টস শিল্পে শ্রম ব্যবস্থার উন্নতি না হয়ে অবনতি হচ্ছে।’
‘শ্রম পরিস্থিতির ক্রমান্বয়ে অবনতির কারণ মন্ত্রণালয়ের কিছু কর্মকর্তা দায়ী।’
বক্তারা বলেন, ‘বর্তমানে বাজার মূল্য বিবেচনায় আনলে দেখা যায় অধিকাংশ শাক সবজির উর্ধ্বমূখী। সমাগত পবিত্র রমজানকে পুঁজি করে এক শ্রেণির মুনাফালোভী ব্যবসায়ী রসুন, চিনি, ছোলা, পিয়াজসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বাড়াচ্ছে। অথচ শ্রমিকরা যে মজুরী পান সেটা দিয়ে বর্তমান বাজার মূল্যে পরিবার নিয়ে অর্ধেক মাসও কাটানো সম্ভব নয়। ’
সমাবেশ থেকে আসন্ন বাজেটে শ্রমিক শিল্পের শ্রমিকদের জন্য রেশনিং ব্যবস্থা চালুর জোর দাবি জানানো হয়।
বক্তারা বলেন, ‘এলিট ফোর্স র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ানকে (র্যাব) বাজার মনিটরিং এবং অসাধু কালোবাজারী, মুনাফাখোরদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযানের দ্বায়িত্ব দেয়া হোক। এর ফলে সরিষার থেকে কালো ভূত বেরিয়ে আসবে।’
জাতীয় গার্মেন্টস শ্রমিক জোট বাংলাদেশের সভাপতি মাহতাব উদ্দিন সহিদের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য দেন- বাংলাদেশ পোশাক শিল্প শ্রমিক ফেডারেশনের সভাপতি মো. তৌহিদুর রহমান, গণতান্ত্রিক গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশনে সভাপতি আলমগীর রণি, বাংলাদেশ সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সমন্বয়ক বজলুর রহমান বাবুল, বাংলাদেশ পোশাক শিল্প শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক তাহমিনা রহমান, গণতান্ত্রিক গার্মেন্টস শ্রমিক কর্মচারী সাধারণ সম্পাদক নাসরিন আক্তার প্রমুখ।
মতামত লিখুন :