Logo

রাজধানীর বনানীতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

Fazlul Haque
বুধবার, মে ২৫, ২০১৬
  • শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে মামলা প্রত্যাহারের দাবীতে সড়ক অবরোধ করেছে বনানীর গ্লোরী ফ্যাশনস নামের পোশাক কারখানার শ্রমিকদের একটি গ্রুপ। বুধবার সকাল দশটায় অন্য গ্রুপের করা মামলা প্রত্যাহারের দাবিতে তারা এই অবরোধ করে।

রাজধানীর বনানীতে সৈনিক ক্লাবের সামনে প্রায় এক ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে রাখে গার্মেন্টস শ্রমিকরা। পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধ তুলে নেয় শ্রমিকরা।

কারখানার ব্যবস্থাপনা পরিচালকের সাথে কথা হলে তিনি বলেন, সামান্য একটি বিষয় নিয়ে কথা কাটাকাটি থেকে মারামারি এবং পরবর্তীতে এক শ্রমিক কে বেদম প্রহার করলে ১১ জন কে আসামী করে একটি মামলা দায়ের করে শ্রমিকদের একটি গ্রুপ। এই মামলায় কারখানা মালিক পক্ষের কোন ভুমিকা নাই। সেই মামলায় তিন জনকে আটক করে পুলিশ। এভাবেই শ্রমিকদের দুটি গ্রুপ অভ্যন্তরিন দ্বন্দ্ব আর মামলা মোকাদ্দমায় জড়িয়ে পড়ে। আজ কোনো এক গ্রুপের শ্রমিকরা মামলা প্রত্যাহারের দাবীতে রাস্তা অবরোধ করে। এই আন্দোলনের সাথে বেতন ভাতার কোন বিষয় জড়িত নয়। তিনি উল্লেখ করেন যমুনা টিভি সহ কেউ কেউ এই খবরে বেতন ভাতার কথা উল্লেখ করলেও পরবর্তীতে তারাও খবরের সত্যতা পায়নি।

তিনি জোর দিয়ে বলেন, “ আমার কারখানার শ্রমিকের কোন পাওনা বাকি নাই, আপনারা সকল শ্রমিকের সাথে কথা বলতে পারেন”।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি ট্রাফিক) মহাখালী জোনের সিনিয়র সহকারী কমিশনার (এসি) মো. খোরশেদ বলেন, প্রায় তিন/চারশত গার্মেন্টস শ্রমিক প্রায় এক ঘন্টা রাস্তা অবরোধ করে রেখেছিল।

(ভ্রাম্যমাণ উৎসের তথ্য এঁর ভিত্তিতে অন্যান্য মিডিয়ার মত আরএমজি টাইমস এঁর কাছেও বেতন ভাতার দাবীতে আন্দোলনের তথ্য আসে এবং তা সংক্ষিপ্ত আকারে প্রকাশ করে। পরে আরএমজি টাইমস এর প্রতিনিধি সরেজমিনে বকেয়া বেতন ভাতার অভিযোগের কোন প্রমান পায় নি। আগের সংক্ষিপ্ত খবরের বকেয়া বেতন ভাতার কথা উল্লেখ করায় আরএমজি টাইমস দুঃখ প্রকাশ করছে)